Site icon Trickbd.com

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার । সময় সীমিত । বিস্তারিত এখনই দেখে নিন ।

Unnamed

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !

,,,

কেমন আছেন সবাই । আশা করি ভালোই আছেন । শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি । ব্রাউজারের ক্রুটির কারণে টাইটেল কন্টেন্ট এ চলে গিয়েছিল


যাই হোক ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবার ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ।
নিচের লিঙ্ক থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে নিনঃ
Click here to Registration

✓ প্রতিযোগিতার তারিখ: ৮ ডিসেম্বর ২০২০, (রাত ৯-১০ টা পর্যন্ত)
✓ নিবন্ধনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২০, (সন্ধ্যা ০৬ : ০০ পর্যন্ত)

  1.  কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তুঃ
    • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
    • ডিজিটাল বাংলাদেশ দিবস,
    •ডিজিটাল বাংলাদেশ রূপকল্প,
    •ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ,
    •নির্বাচনী ইশতেহার,
    • ই-সেবা ইত্যাদি

প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার ।

১ম পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৭, ১০ জেনারেশন ল্যাপটপ

২য় পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৫, ৮ জেনারেশন ল্যাপটপ

৩য় পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৩, ৭ জেনারেশন ল্যাপটপ

৪র্থ থেকে – ১২তম বিজয়ীরা পাবেন স্মার্ট ফোন ।

 


আজ এ পর্যন্তই । ভুল ক্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন । আর আমি সত্যিই ভুল করেছি এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী ।
ফি আমানিল্লাহ ।
ধন্যবাদ