আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !
কেমন আছেন সবাই । আশা করি ভালোই আছেন । শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি । ব্রাউজারের ক্রুটির কারণে টাইটেল কন্টেন্ট এ চলে গিয়েছিল
যাই হোক ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবার ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ।
নিচের লিঙ্ক থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে নিনঃ
Click here to Registration
✓ প্রতিযোগিতার তারিখ: ৮ ডিসেম্বর ২০২০, (রাত ৯-১০ টা পর্যন্ত)
✓ নিবন্ধনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২০, (সন্ধ্যা ০৬ : ০০ পর্যন্ত)
- কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তুঃ
• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
• ডিজিটাল বাংলাদেশ দিবস,
•ডিজিটাল বাংলাদেশ রূপকল্প,
•ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ,
•নির্বাচনী ইশতেহার,
• ই-সেবা ইত্যাদি
প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার ।
১ম পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৭, ১০ জেনারেশন ল্যাপটপ
২য় পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৫, ৮ জেনারেশন ল্যাপটপ
৩য় পুরস্কার হিসেবে রয়েছেঃ কোর আই ৩, ৭ জেনারেশন ল্যাপটপ
৪র্থ থেকে – ১২তম বিজয়ীরা পাবেন স্মার্ট ফোন ।
- নিয়মাবলিঃ
১. কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২. প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।
৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।
৪. প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নাম্বার এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আই.ডি. ব্যবহার করতে হবে।
৫. ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৬. সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ পয়েন্ট কাটা যাবে।
৭. সকল প্রশ্ন এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।
৮. প্রত্যেকের জন্যই প্রতিযোগিতার সময় ১২ মিনিট; অর্থাৎ নিবন্ধিত একজন প্রতিযোগী লগ-ইন করার পর উত্তর দেয়ার জন্য মোট ১২ মিনিট সময় পাবেন এবং এর ভেতর যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে।
৯. একটি প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগীর ডিভাইসে ভেসে উঠবে, এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে।
১০. নির্ধারিত ১২ মিনিট সময়ের ভেতর সঠিক উত্তরদাতাদের মধ্য হতে সর্বোচ্চ সংখ্যক সঠিকতার ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইত্যাদি বিজয়ী নির্বাচিত হবে।
১১. একই সময়ে একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে কম্পিউটারের মাধ্যমে লটারী করা হবে।
১২. প্রথম ১২ জনকে পুরস্কার দেয়া হবে।
১৩. বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
১৫. যে কোন প্রতিযোগী লগইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের আগমন, উত্তরের সঠিকতা নির্ধারণ ও বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে, ম্যানুয়াল প্রসেস থাকবে না।
১৬. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে; কোনও রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
১৭. প্রতিযোগিতার পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোনও বিষয়ে আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৮. একটি ডিভাইস থেকে একজন অংশগ্রহন করতে পারবেন।
১৯. প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ।
আজ এ পর্যন্তই । ভুল ক্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন । আর আমি সত্যিই ভুল করেছি এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী ।
ফি আমানিল্লাহ ।
ধন্যবাদ