Site icon Trickbd.com

[CryptoTalks- 02] Ethreum (ETH) Fee বেশি কেন? কখন ফি কম?

What is Ethereum Gas Fees?

 

 

ETH ফি দিনদিন বেড়েই চলেছে, এটা কেন ? আজকে আমরা এই সম্পর্কে জানব।

 

ETH Transcation Fee কে Gas ফি বলা হয়।  আর Gwei ETH এর একক

1 ether = 1,000,000,000 gwei

 

 

 

এটা হলো ETH Gas Fee এর নমুনা। রাতে কোন Transaction করতে আপনাকে এরকম FEE দিতে হতে পারে। (Transcation Fee যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এটার কারণ ও বলব।)

Simply, More Transactions In ETH = More Fees.

 

ETH যত বেশি ব্যাবহার হবে তত বেশি ফি। এখন প্রশ্ন হল শুধু রাতেই কেন ETH ফি বাড়ে? এর কারণ টা হল ওই সময়  USA তে সকাল থাকে। আর Crypto ওখানে বেশি ব্যবহার হয়। তাই ফি সে সময় বেশি।

 

কখন ফি কম থাকে?

এটা আমাদের দেশে ভোর থেকে দুপরের কাছে পর্যন্ত কম থাকে। তাই সে সময় ETH ব্যবহার করতে হবে।

 

 

 

আজকের মতো এই পর্যন্তই। পরে দেখা হবে এর পরের পর্ব নিয়ে।

Connect with me-

Telegram– @troutline1

Twitter– @GamerPX1

 

Bye 🙂