Site icon Trickbd.com

Taqdeer Web Series (2020) | Bangla Review | ভাগ্যের নির্মম পরিহাসের আরেক নাম তাকদীর।

Unnamed


হইচইয়ের বাংলাদেশর ভেঞ্চার এ নির্মিত এ বছরের দ্বিতীয় ওয়েবসিরিজ তাকদীর ক্রাইম থ্রিলার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো | হইচই এর ব্যানারে অভিনয় করলেন বাংলাদেশের লেজেন্ডারি এক্টর চঞ্চল চৌধুরী।
তো চলুন এবার বিস্তারিত রিভিউ।

তাকদীর মানে ভাগ্য ,ভাগ্যের নির্মম পরিহাসে ফেঁসে গেছেন তাকদীর,
একজন ফ্রিজার ভ্যানচালকের গল্প মৃত ব্যক্তিদের লাশ এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেওয়াই যার কাজ।

নতুন আলোর পত্রিকার বিখ্যাত সাংবাদিক আফসানা ধর্ষিতা এক মেয়ের রিপোর্ট কাভার করতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে।

এখন প্রশ্ন হলো কারা খুন করলো তাকে? এবং কেনই বা তাকে খুন করা হলো।
এবার গল্পের আকর্ষিক মোর তাকদীর তার ফিজার ভ্যানে সাংবাদিক আফসানার লাশ দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়ে।

আর এদিকে সাংবাদিককে খুঁজতে তাকদীরের পিছনে পড়েছে গোয়েন্দা পুলিশের দল।
এখন লাশ নিয়ে কোথায় যাবে সে? এই দোটানার মাঝেই চলতে থাকে সিরিজের মূল গল্প।

যা ধীরে ধীরেপলিটিক্যাল ইস্যু মধ্যে জড়িয়ে পড়ে এই সিরিজের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এর পারফর্মেন্স।

লিট কাস্ট এ যেসব তুখর অভিনেতারা রয়েছেন তাতে বোঝাই যাচ্ছে পারফরম্যান্স কোন লেভেলে থাকার কথা।

তবে আলাদা করে বলতে হয় ছানজিদা পার্থ বড়ুয়া এবং চঞ্চল চৌধুরী এর কথা যাদের পারফরম্যান্স আপনাদের স্ক্রিন থেকে চোখ ফেরাতে দেবে না।

এবং বাকিরাও যে যার জায়গায় ঠিকঠাক ছিল, এই সিরিজের আর একটি প্রশংসনীয় দিক হলো এর স্ক্রিনপ্লে এবং এর স্টোরি যা আপনার গল্পের সঙ্গে ইংগেস করে রাখবে।

৮ এপিসোডের প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট এর এই সিরিজটির প্রতিটি পর্ব এমন জায়গায় শেষ হয় যা আপনার পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

সিনেমাটোগ্রাফি ডিরেকশন এবং কালার টোন এর ব্যবহার যথার্থই তবে এই সিরিজে বাংলার অন্যান্য সিরিজের মত নেই কোনো বিজিএমইএর বাহার। যা আছে পুরোটাই বাস্তবতা।

তাই কিছুক্ষণের জন্য মনে হতে পারে সবকিছুই আপনার সামনে ঘটছে যা পূর্বে ঢাকা মেট্রো সিরিজে দেখা গিয়েছিল।

সব মিলিয়ে ক্রাইম থ্রিলার এই সিরিজটি আপনাকে ফুল ইনটেনডেন্ট করার জন্য যথেষ্ট তবে গল্পে যে পলিটিক্যাল দিক গুলো দেখানো হলো তা আরেকটু স্ট্রং হতে পারত।

পরিশেষে এটুকুই বলতে পারি ভাগ্যের নির্মম পরিহাসে মানুষের কি পরিনিতি হয় তারই একটি প্রতিচ্ছবি তাকদীর নামক এই সিরিজটি।
এই ওয়েব সিরিজটি দেখা যাবে https://www.hoichoi.tv/webseries/taqdeer এই লিংকে ক্লিক করে।

শেষ করছি আমাদের আজকের আয়োজন পোস্টটি ভাল লাগলে একটি লাইক করুন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।
আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ।