আসসালামু আলাইকুম
(পোস্ট টি অনেক বড় হতে চলেছে তাই চাইলে আপনারা পোস্টের শেষে ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টি দেখে নিতে পারেন।)
অনলাইনে খুব খারাপ এক অভিজ্ঞতার সম্মুখিন হলাম। গতবছর এপ্রিলে ২৩০০ টাকা প্রতারিত হয়েছি, এ বছর ডিসেম্বরের ১৮ তারিখে ২৬০০ টাকা।
দুইবারের প্রতারিত হবার অভিজ্ঞতা দুই ধরনের। সম্প্রতি যে দূর্ঘটনাটি ঘটে গেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব।
আশা করি আপনাদের নিজস্ব যাদের $ Buy&Sell গ্রুপ আছে তাদের অনেক উপকারে আসবে।
সম্প্রতি ফেইসবুকে একটি ইনকাম রিলেটেড বিষয়ে কাজের পোস্ট দেখি। সেই ব্যক্তির সাথে জুলাইয়ের ৩০ তারিখ ও নভেম্বর মাসে আমার ইতঃপুর্বে শেষ কথা হয়েছিল। আমি তখন তেমন আগ্রহ দেখাই নাই।
এ মাসে সেই প্রতারক ব্যক্তি ২০৬ $ ইনকাম নিয়ে ফেইসবুকে পোস্ট করে আমি তার সাথে কথা বলি। যেহেতু আগে কথা হয়েছিল তাই তাকে কিছুটা বিশ্বাস করি।
সেই প্রতারক আমাকে কাজের কিছু বিবরন দেয়, কাজের জন্য প্রয়োজন হবে আইপি আর একটা প্যাকেজ কিনতে হবে ও একটা এপ লাগবে যেটা আমার ফোনের ভার্সন অনুযায়ি বানিয়ে দিবে।
(আমার ফোন একটু পুরাতন ভার্সনের Samsung J1 4.4.4)
তাই একটু সিউওর হয়ে নিয়েছিলাম আমার ফোনে হবে কিনা। সেই প্রতারক আমাকে কিছুটা আশ্বাস দেয়। আর আমারো একটা কাজের খুব দরকার ছিল।
তারপর প্রতারক আমাকে একটা বিকাশ নাম্বার দেয় আমি সেটাতে ২০০০ টাকা সেন্ড করি।
(সেই বিকাশ নাম্বার টি কিন্ত প্রতারকের নিজস্ব বিকাশ নাম্বার ছিলো না, বরং কোন একটি Buy&Sell গ্রুপের এডমিনের ছিল যেটা আমি পরে জানতে পারি।)
আমি টাকা পাঠিয়ে প্রতারককে স্ক্রিনশট দেই।
প্রতারক লোকটি যেই $ Buy&Sell গ্রুপ থেকে নাম্বার দিয়েছিল সেখানে আমার দেয়া স্ক্রিনশট টি ব্যবহার করে TRX কিনে নেয়।
এখানে ভিকটিম (আমি) আর প্রতারক হয়ে গেলো সেই বিকাশ নাম্বারটি যার। আসল প্রতারক চলে গেলো Safe Zone এ
সে নাম্বারে কল দিয়ে অনেক কথা হয়। আমি তারপর জিজ্ঞাসা করি যারা লেনদেন করে তাদের ব্যক্তিগত তথ্য আছে কিনা তারপর হতাশ হয়ে সেখানেই কথপোকথন শেষ করি।
এখন এর থেকে বাচার উপায় কি?
এর আগে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। আপনাদের কাছে মনে হতে পারে পুরো বিষয় টি আমার বোকামির জন্য আপনাদের সাথে এমন টি হবেনা।
আমি মেনে নিচ্ছি এটা আমার বোকামো, তকদিরে ছিল, আর সহজে মানুষকে বিশ্বাস করার ফল।
আপনাদের সাথে ঘটনাটি অন্য রকম হতে পারে যেমন-
আপনার ডলার বা ক্রিপ্টোকারেন্সি প্রয়োজন এটা নিয়ে আপনি কোন মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে বা সোস্যাল মিডিয়ায় পোস্ট করলেন।
কোন প্রতারক আপনাকে ডলার দিতে পারবে বা কিনে দিতে পারবে সেই আশ্বাস আপনাকে দিলো। আপনি তার দেয়া একটি বিকাশ নাম্বারে তাকে টাকা পাঠিয়ে স্ক্রিনশট প্রুফ দিয়ে দিলেন।
সেই স্ক্রিনশট ব্যবহার করে অন্য কোথাও যেখান হতে বিকাশ নাম্বার টি সংগ্রহ করেছে সেখান হতে Crypto কিনে নিলো।
অথবা,
আপনি ডলার সেল করবেন, তাই কারো সাথে ডিল হলে আপনি তাকে আপনার বিকাশ নাম্বার দিলেন।
সেই ব্যক্তি অন্য কোথাও প্রতারনা করে সেই ভিকটিম ব্যক্তির দ্বারা আপনার বিকাশে টাকা পাঠিয়ে এবং ভিকটিমের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখিয়ে আপনার কাছ থেকে ডলার বা ক্রিপ্টো কিনে নিলো।
এভাবে আসল প্রতারক চলে গেলো Safe Zone এ। মাঝে পরে রইল ভিকটিম এবং বিকাশ নাম্বারের গ্রাহক আপনি। কারন ক্রিপ্টো এড্রেস থেকে কাউকে সনাক্ত বা ধরা সম্ভব নয়।
(তাই গ্রুপ হোক বা ব্যক্তিগত ভাবে ইনবক্সে অপরিচিত দের সাথে ডলার লেনদেন করা থেকে বিরত থাকুন। কারন আপনার নাম্বার ব্যবহার করেও অন্য কোথাও প্রতারনা করতে পারে)
প্রতারণা থেকে বাচতে পূর্বে থেকে যেসকল পদক্ষেপ গ্রহন করতে হবে
১. প্রথমত আপনার Buy&Sell গ্রুপে প্রত্যেক সদস্যের সঠিক তথ্য সংগ্রহন নিশ্চিত করতে হবে।
২. সদস্যের আইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিম্নধন কপি সংগ্রহ করতে হবে।
৩. সদস্যের ব্যাক্তিগত নাম্বার ও ফ্যামিলি নাম্বার সংগ্রহে রাখতে হবে।
(সম্ভব হলে কল দিয়ে সঠিক পরিচয়ে নিশ্চিত হতে হবে এবং কি কাজে ব্যবহার হচ্ছে সেটা শেয়ার করতে হবে)
৪. প্রত্যেক সদস্যকে অরিজিনাল একাউন্ট ব্যবহার করতে বাধ্য করতে হবে।
৫. উক্ত ডকুমেন্টের সাথে ব্যক্তির নিজের বা পরিবারের সদস্যের ডকুমেন্ট সহ সেলফি প্রদান করতে হবে।
৬. যদি সম্ভব হয় ইনবক্সে বা গ্রুপে লেনদেন এর ক্ষেত্রে স্ক্রিনশট ব্যতিত লেনদেন নিশ্চিত করা।
৭.যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন কল করে নিশ্চিত হয়ে নিতে হবে।
এই বিষয় গুলো যদি নিশ্চিত করতে না পারেন তাহলে এখনই গ্রুপ বন্ধ করে দিন। নতুবা প্রতারক আপনাকে ব্যবহার করে মানুষেকে প্রতারণা করতে থাকবে।
একসময় ফেসে যাবেন আপনি আর ধরা ছোয়ার বাহিরে থাকবে আসল প্রতারক।
***প্রতারিত একবার হয়ে গেলে প্রয়োজনিয় স্ক্রিনশট, প্রতারকের আইডি লিংক ও লেনদেন করা বিকাশ নাম্বার সমূহ এবং অন্যান্য সব কিছু দিয়ে Cyber Crime এর পেইজ ও গ্রুপে পোস্ট করতে হবে।
ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি ইচ্ছুক হলে দেখতে পারেন।[ Rotate Your phone To see full screen ]
২৬০০ টাকা প্রতারিত হবার পর অনলাইনে কাজ করার ইচ্ছা একেবারেই কমে গেছে তাই ইউটিউবটাকে নিয়ে এগোতে চাই যা আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব হয়ে উঠবে না।
আমার ইউটিউব চ্যানেল টি ঘুরে আসতে পারেন- KH Bangla 360
আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে সচেতন করাই ছিল মুল উদ্দেশ্য। পোস্ট টি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।