Site icon Trickbd.com

চলুন সিনেমার মাধ্যমে কল্পনার জগত থেকে ঘুরে আসা যাক | পাঁচটি সেরা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি।।

Unnamed

ফ্যান্টাসি সিনেমার কথা বললে যে নাম সিনেমা প্রেমীদের মাথায় প্রথমেই আসে তাহলে হলিউড ইন্ডাস্ট্রি তবে পুরো বিশ্বকে ফ্যান্টাসি সিনেমার সাথে পরিচয় করিয়ে দেন এক দুর্ধর্ষ পরিচালক নাম জর্জ মেলিয়াস।

এ ট্রিপ টু দা মন নিয়ে সেইজে ফ্যান্টাসি সিনেমার যাত্রা শুরু হয় যা আজও অব্যাহত আছে!
তবে হলিউড এই বিশেষ ঘটনাকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে আমাদের আজকে নিবেদন হলিউডের সেরা পাঁচটি ফ্যান্টাসি সিনেমা নিয়ে!


১। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড
১৯ বছরের এক মেয়ে এলিস হঠাৎ করে সে চলে যায় ওন্ডারল্যান্ড নামক এক ম্যাজিক্যাল ওয়ার্ড এ কথা বলছিলাম ২০১০ সালে মুক্তি পাওয়া অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর কথা।

ফ্যান্টাসির সাথে অ্যাডভেঞ্চারের কম্বিনেশন আপনাকে দারুণভাবে এন্টারটেইন করবে অসাধারণ ভিজুয়াল ইফেক্টস আপনাকে নিয়ে যাবে।
এক ফান্টাসির জগতে রিড রোল এ থাক আর জনি ডেপ থেকে শুরু করে Mia wasikowska সবাই ভাল অভিনয় করেছেন।
সিনেমার আইএমডিবি রেটিং ছিল ৬.৪ আর গুগোল লাইকস নাইন্টি পার্সেন্ট।


২। Oz The great and powerful
২০১৩ সালের ফান্টাসি অ্যাডভেঞ্চার মুভি ওজেড একটি ম্যাজিকাল ল্যান্ড যেটা দখল করে রেখেছে with which মুভিটি শুরু হয় একজন ফ্রাস্ট্রেটেড সার্কাস ম্যাজিশিয়ান কে নিয়ে যার নাম থাকে অস্কার ডিস্ক।

যে তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাসা থেকে পালিয়ে যায় একটা হট এয়ার বেলুন করে।
কিন্তু একটা টর্নেডোর এর কবলে পড়ে তার এয়ার বেলুন টি পৌঁছে যায় ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ওজেডে।

যেখানে তাকে হারাতে হয় with which কে নিজের পাওয়ারে কিন্তু ফেক পাওয়ারে! আপনি যদি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভির ফ্যান হয়ে থাকেন তবে এই মুভিটি আপনার জন্য বেস্ট চয়েস।

এই মুভির আইএমডিবি রেটিং ছিল ৬.৩ আর গুগোল লাইক ৮৬ শতাংশ।


৩। Miss Peregrine’s Home For Peculiar Children

মুভিতে দেখানো হয় জ্যাক নামক একজন ছেলের জন্ম থেকেই এক ওতি প্রাকৃত বা সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারী।
ছোট থেকেই তাঁর দাদা তাকে একটি আলাদা স্বতন্ত্র জগতের গল্প বলতেন।

তার দাদা মারা যাওয়ার পর যুবক বয়সে সে যখন তার বাবার সাথে ওয়েলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সে এক আশ্চর্য রাজ্যে প্রবেশ করে।

সেই জায়গাটি আবার টাইম লুপের সাথে সংযুক্ত বিশেষ করে প্রাইম ট্রাভেলের কনসেপ্টটা আপনার ভালো লাগতে বাধ্য।
এরকমি দারুন ইন্টারেস্টিং গল্প নিয়ে এগিয়ে যেতে থাকে সিনেমাটি।

মুভিতে মিস পেরিগ্রিনের ক্যারেক্টার প্লে করেছে এভা গ্রীন মুভির ভিজুয়াল ইফেক্ট গুলো দারুন ছিল।
শেষ অব্দি বলতে পারি আপনি ফ্যান্টাসির এই জগতকে দারুণভাবে উপভোগ করবেন।
এই মুভির আইএমডিবি রেটিং ৬.৭ আর গুগল লাইক ৮৮ শতাংশ।


৪। Maleficent
2014 সালের আমেরিকান ফ্যান্টাসি ফিল্ম কাহিনীটি একটি pari maleficent কে ঘিরে যে থাকে মরেচ নামে পিসফুল ফরেসস্কিন ডমে।

মরেস কে দখল করার জন্য একদল শত্রু হামলা করে আর সেই ল্যান্ডের প্রটেক্টর থাকে ম্যালেফিসেন্ট।
তো সেই ল্যান্ডে হামলা কারা করে এবং তার সাথে ম্যানেজমেন্টের কিসের শত্রুতা।
এবং দ্বিতীয়বারের মতো মেলফিসেন্ট কি সেই ল্যান্ড এ শান্তি ফিরিয়ে আনতে পারবে?

জানতে হলে দেখতে হবে মুভিটি , মুভিতে মেলিফিসেন্ট রোল প্লে করেছে angelina-jolie এই মুভির আইএমডিবি রেটিং ছিল ৭.০ আর গুগোল লাইক ৯৯ শতাংশ।


৫। Pan’s labyrinth
২০০৬ সালের অস্কার উইনিং ফ্যান্টাসি ড্রামা মুভি গল্পটি এক ১০ বছরের মেয়ে অপ্রিলিয়া কে নিয়ে যার সাথে দেখা হয় একটি পরির এরপর তারা দুজনে চলে যায় এক পুরনো জায়গায়।

যেখানে অফেলিয়া হয় প্রিন্সেস কিন্তু সেখানে প্রিন্সেস হয়ে থাকার জন্য সার্ভাইভ করতে হবে অর্থাৎ বেঁচে থাকতে হবে তিনটি শর্তে

তো এর পরে কি হয়, অথবা অফেলিয়া এই শর্তগুলো পূরণ করতে পারে কিনা! জানতে হলে দেখতে হবে মুভিটি। এই মুভির আইএমডিবি রেটিং ছিল ৮.২ আর গুগোল লাইকস নাইন্টি পার্সেন্ট। ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।