আছকে (১০ জানুয়ারি-রবিবার) সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করি কুইজ দিয়া হবে ১০ ঘন্টায় ১০ টি কুইজ এবং প্রতিঘন্টায় লটারির মাধ্যমে একজন বিজয়ী হবে এবং সে পাবে একটি ল্যাপটপ। এই ভাবে ১০ ঘন্টায় ১০জন পাবে ১০ টি ল্যাপটপ।
এছাড়া প্রতিদিন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এ অংশ গ্রহণ করে জিতে টেলিটক, ১০০ জিবি মোবাইল ডাটা সব সিম সহ স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোন। প্রতি প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচিত করা হবে।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আছকে (১০ জানুয়ারি-রবিবার) কুইজ এ অংশ গ্রহণ করতে প্রথমে এখান থেকে প্রিয় অ্যাপটি ডাউনলোড করে নিন।
তার পর অ্যাপ টি ওপেন করে এখানে ক্লিক করুন।
তার পর আপনার gmail সেলেষ্ট করে দিন।
তার পর এখানে আপনার ছবি, ফোন নাম্বার, এলাকা, থানা, জেলা এর নাম দিয়ে (সকল তথ্য ১০০% সঠিক দিবেন) Continue তে ক্লিক করুন
তার পর এখন প্রতিঘন্টায় একটি করে কুইজ পাবেন। তার সঠিক Answer দিয়ে submit তে ক্লিক করুন।
এছাড়া প্রতিদিন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এ অংশ গ্রহণ করতে এখানে ক্লিক করুন।
তার পর এখানে আপনার ছবি, ফোন নাম্বার, এলাকা, থানা, জেলা এর নাম দিয়ে (সকল তথ্য ১০০% সঠিক দিবেন) দিন।
তার একটু নিচে ঠিক আছে তা তে ক্লিক করুন
তার পর সেটা সঠিক Answer তা ঠিক দিয়ে submit তে ক্লিক করুন।
এই ভাবে প্রতি দিন কুইজ খেলুন আর সঠিক Answer দিয়ে বিজয়ী হয়ে নিন স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোন
প্রতিদিন কুইজ এর নিয়মাবলিঃ
- বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
- একজন প্রতিযোগীকে একবার নিবন্ধন করলেই হবে। এর আগে নিবন্ধন করে থাকলে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই; সে ক্ষেত্রে শুধু লগ ইন করলেই হবে। একটি আইডি দিয়ে কুইজে প্রতিদিন একবার অংশগ্রহণ করতে পারবেন।
- প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আইডি ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সঙ্গে যাচাই করা হবে।
- ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
- প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচিত করা হবে।
- প্রতিদিন একটি করে নতুন কুইজ দেওয়া হবে। প্রতিটি কুইজের মেয়াদ ২৪ ঘণ্টা ( ০০:০১ মিনিট থেকে ২৩:৫৯ মিনিট পর্যন্ত)।
- প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।