এখন ঘরে বসে বিকাশ একাউন্ট খুলা একদম সিম্পল! বিকাশ অ্যাপ থেকে নিজের জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে, একাউন্ট খুলুন নিজেই আর একাউন্ট খোলার পর প্রথমবার অ্যাপ-এ লগ ইন করলেই পাচ্ছেন ২৫ টাকা বোনাস। আর একাউন্ট খোলার পর প্রথমবার অ্যাপ-এ লগ ইন করে প্রথম মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলেই পাবেন আরো ২৫ টাকা বোনাস! এছাড়া আরো থাকছে প্রতি রেফার এ ১০০ টাকা বোনাস।আপনার রেফার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ-এ লগ ইন করে লেনদেন করলেই আপনি পাচ্ছেন ১০০ টাকা বোনাস।
নতুন একাউন্ট খুলতে এবং রেফার করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন!
অফারের বিস্তারিত:
- বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার অ্যাপ-এ লগ ইন করে নতুন গ্রাহক পাবেন ২৫ টাকা বোনাস।
- আর একাউন্ট খোলার পর প্রথমবার অ্যাপ-এ লগ ইন করে প্রথম মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলেই পাবেন আরো ২৫ টাকা বোনাস!
- একজন গ্রাহক একবারই বোনাস পাবেন।
সফলভাবে রেজিস্ট্রেশন ও প্রথমবার লগ ইনের পর ইনস্ট্যান্ট বোনাস দেওয়া হবে। - শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য গ্রাহকগণ অফারটি নিতে পারবেন।
- ইনস্ট্যান্ট লগ ইন ২৫ টাকা বোনাস পাওয়ার পর আরো ২৫ টাকা বোনাস পেতে বিকাশ অ্যাপে লগ-ইন করার ৭ দিনের মধ্যে মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট করতে হবে।
- আপনার রেফার করা লিংক থেকে নতুন গ্রাহক বিকাশ অ্যাপ-এ লগ ইন করে লেনদেন করলেই আপনি পাবেন ১০০ টাকা বোনাস।
- বিকাশ অ্যাপ থেকে লিংক শেয়ার করে নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলেই পাচ্ছেন বোনাস। এজন্য গ্রাহকের বিকাশ অ্যাপ থেকে সম্ভাব্য নতুন গ্রাহককে রেফারেল লিংক পাঠাতে পারবেন (Menu>Refer a Friend)। রেফারকারী ব্যক্তি এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদি মাধ্যমে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন। এবং এই লিংক থেকে সফল লগ ইন ও লেনদেনের জন্য রেফারকারী বোনাস পাবেন।
- প্রতিটি সফল রেফারেলের জন্য ১০০ টাকা বোনাস পাওয়া যাবে।