মুভি: মাস্টার
জনরা: একশন/ থ্রিলার
সাল: ২০২১
আইএমডিবি রেটিং: ৮/১০
পার্সোনাল রেটিং: ৭/১০
অবশেষে দেখে নিলাম বিজয়ের মুভি মাস্টার। মুভিটা দেখার পর ভালো লাগা খারাপ লাগা সকল কিছুই আপনাদের মাঝে তুলে ধরব। তো সিনেমাতে কিছু পজেটিভ পয়েন্ট এর সাথে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে।
প্রথমত এর স্টোরিলাইন বা প্লট যাই বলুন না কেন অতটা স্ট্রং লাগেনি। ২০১৩ সালে জোশ নামে একটা তেলেগু মুভি এসেছিল সেই মুভির খুবই সামান্য মিল রয়েছে বলে আমার মনে হয়েছে। (ব্যক্তিগত মতামত)
মাস্টার সিনেমাটিতে যদিও অনেক সুন্দর একটা সোশ্যাল মেসেজ দিয়েছে যেটা বিজয়ের মুভিতে প্রায় সচরাচর দেখা যায়। পারফরম্যান্স নিয়ে কথা বললে বলার মত কিছুই নেই।
বরাবরের মতোই বিজয় তার সম্পূর্ণটা দিয়ে পুরো রানটাইম মাতিয়ে রেখেছে। তার অন্যান্য মুভির তুলনায় এটা কিছুটা অন্যরকম।
সাইড অ্যাক্টর তাদের জায়গা অনুযায়ী সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছে। মুভিটিতে অন্যতম ভালোলাগার অংশটি হচ্ছে এর বিজিএম এবং সিনেমাটিক কালার গ্রেডিং।
সর্বোপরি একটা কথা বলব এক্সপেক্টেশন কম রেখে মুভিটা দেখে ফেলুন। মুভিটা ইঞ্জয়াবল তবে স্টোরিলাইন খুবই সিম্পল।
এর ক্লাইমেক্স সিন ছিল অসাধারণ পুরো মুভিটা দেখে যে ফেল আসবে সেটার বেশিরভাগই হবে ক্লাইম্যাক্সে। মুভির ক্লাইমেক্স এত ভালো লেগেছে শুধুমাত্র ক্লাইমেক্স সিনেমা দেখার জন্য এটি দুই-তিনবার দেখা যায়।
তবে ট্রেইলার থেকে কিছু মারাত্মক ফাইট সিন গুলো কেটে রেখে দিলে মুভিটা দেখতে আরও বেশি ভালো লাগতো।
বেশিরভাগ ফাইট সিন ট্রেইলারে দেখায় দিছে। কিছু বিষয় যেগুলো মনে হয়েছে না থাকলেও পারতো।
যেমন: প্রাক ক্লাইম্যাক্সে লরি স্ট্যান্ড, সাইড ক্যারেক্টরদের তেমন সুযোগ না দেওয়া, ছবিটির অনেকগুলো চরিত্র নিয়ে আসা, একটা দৃশ্যের শেষ হতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি।
আর মুভিতে কেমন যেন একটা রিয়ালিস্টিক ভাইব আসেনি! মানে সেটগুলো বানানো এটা বুঝে গিয়েছে। তো এক্সপেক্টেশন কম নিয়ে মুভিটা দেখে ফেলুন, আশা করছি ভাল লাগবে।
Download Link: Click Here