Site icon Trickbd.com

বাংলাদেশের আরেকটি সেরা থ্রিলিং মুভি “ট্রোল” মুভির রিভিউ + লিংক।

Unnamed

Film:Troll (2021)

Director: সঞ্জয় সমাদ্দার।

Casting:জিয়াউল ফারুক অপূর্ব,তাসনিয়া ফারিন,শতাব্দী ওয়াদুদ,রাশেদ মামুন অপু,লরেন মেন্ডেজ প্রমুখ।

⭕Troll একটি সাইকো-থ্রিলার ওয়েব ফিল্ম।

ট্রল বলতে আমরা কি বুঝি? বন্ধু-বান্ধবদের মাঝে ট্রল শব্দটা বেশি প্রচলিত। কিন্তু মুভিতে ট্রলকে একেবারে অন্যভাবে দেখানো হয়েছে। 

যা একজনের জন্য খেলা অন্যজনের কাছে তা মৃত্যুর শামিল।

ট্রেইলার রিলিজের সময় ভাবছিলাম অপূর্ব একজন সহজ-সরল মানুষ। ওরে নিয়ে সবাই ঠাট্টা-তামশা করবো। পরে কোনো সেনসিটিভ কারনে সে হাতুরি নিয়ে প্রতিশোধ নিবে।

 

কিন্তু ভাইরে ভাই, মুভির কাহিনী একেবারেই ভিন্ন।

 

সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। সাধারণ বাংলা নাটকের সাধারণ স্ক্রিপ্ট কে অতিক্রম করে এবার নতুন কাহিনী নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অপূর্ব।

 

সিনেমায় অপূর্বের পাশাপাশি পুলিশের চরিত্রে শতাব্দী ওয়াদুদ ও সিনেমার নায়িকার চরিত্রে তাসনিয়া ফারিন অভিনয় করেছেন।

তবে মুভি বিশদভাবে বর্ণনা করে সিনেমার আবেগ কে নষ্ট করতে চাইনা। তবে এইটুকু না বললে আক্ষেপ থেকে যাবে যে এই সিনেমার বিষয়বস্তু বর্তমান সময়ের জন্য ১০০ তে ১০০ ভাগ শিক্ষণীয়। 

সত্যি, এই ধরনের কাজ করার জন্য পুরো টিমকে ধন্যবাদ দেই। 

যদিও কিছু কিছু দৃশ্যে অপূর্বের অভিনয় সাধারণের মত লেগেছে, কিন্তু বিশেষ কিছু দৃশ্যে অপূর্বের এক্সপ্রেশন ছিল অনন্য।

☘️তাকদীর,জানোয়ারের পর Troll ও একটা ভালো নির্মাণ। অপূর্ব এর অভিনয় বেশ ভালো ছিল।

তবে, সকলের উচিত এরকম দেশীয় কন্টেন্টকে এপ্রিশিয়েট করা। যাতে নির্মাতারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারে।

ডাউনলোড লিংক: 

CLICK HERE

Screenshot