ট্রিকবিডিতে যারা পোস্ট করে বা যারা পোস্ট করতে ইচ্ছুক তাদের কাজে আসবে এই পোস্ট ৷
আমরা জানি ট্রিকবিডিতে একটির বেশি Screenshot আপলোড হয় না অথবা হলেও সে নিয়ম জাননিনা, এতে করে আমাদের অনেক সময় ব্যয় হয় ৷
আজকের বিষয় হলো কি করে একাধিক স্ক্রিনসট ফটো আপলোড করবো ৷
শুরুতেই বলে রাখি অনেক পুরাতন অথর যারা আছেন তারা হয়তবা জানেন কিনতু যারা নতুন তারা বেশির ভাগ জানে না কি করে একের অধিক ছবি আপলোড করা যায় ৷
এই বিষয় নিয়ে ট্রিকবিডিতে দুই-তিন বছর আগে একটা পোস্ট পাবলিশ হয়েছিলো ৷ তবুও আমি নতুনদের জন্য পাবলিশ করলাম ৷
চলুন স্টেপ গুলা দেখে নেওয়া যাক
- ১মে লগিন করুন ট্রিকবিডিতে তারপর New post ক্লিক করুন
- এবার Add Screenshot এ ক্লিক করুন
- তারপর choose file টাচ করুন
- তারপর যদি ডাওনলোড আসে তাহলে ক্লিক করুন অথবা সরাসরি গ্যালারিতে না গিয়ে phone Memory অথবা SD Card এ ক্লিক করুন এবং আপনার বর্তমান পোস্টের জন্য যত ফটো প্রয়োজন তত ফটো সিলেক্ট করুন ৷ কিনতু সাইজ লিমিট (১০০MB) এর ভিতরে হতে হবে ৷
- তারপর sumbit করুন ৷
নোট: ট্রিকবিডিতে গ্যালারি বা গুগোলফটোস থেকে একাধিক ছবি আপলোড হবে না যতই সিলেক্ট করুন লাস্ট সিলেক্ট করা একটি ছবি আপলোড Your file was successfully uploaded! হবে ৷ উপরের পদ্ধতিতেই শুধু মাত্র একাধিক ছবি আপলোড করা সম্ভব ৷
-যদি কোন প্রশ্ন থাকে কমেন্টস করে জানান আমি না বলতে পারলেও ট্রিকবিডির সিনিয়র অথর / সাপোর্ট টিম থেকে জেনে উত্তর দিবো ৷
ধন্যবাদ সবাইকে ৷