আমরা সবাই ই চাই যে আমাদের ফেসবুকের পোস্ট গুলোতে অনেক লাইক থাকুক বা লাভ রিয়েক্ট থাকুক।
কিন্তু সমস্যা হলো আমাদের ফ্রেন্ডলিস্টের কিছু ফ্রেন্ড আনএক্টিভ কিছু অলস ইত্যাদি ইত্যাদি এই কারনে লাইক বা লাভ রিয়েক্ট পাওয়া হয়না বেশী।
তবে হ্যা আজকের পর থেকে লাইকের বা রিয়েক্টের জন্য আর চিন্তা করতে হবেনা।
আপনি একবার সাবমিট দিলেই কমপক্ষে ৫০ টি রিয়েক্ট পাবেন।
আবার কিছুক্ষণ পর আবার সাবমিট দিবেন আবার পাবেন।
এইভাবে হাজার হাজার রিয়েক্ট নিতে পারবেন।
আপনি হয়তো ভাবতে পারেন আমি এমন কোনো সাইটের কথা এখন অর্থাৎ এই পোস্টে লিখবো বা দেখাবো যেটাতে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে টোকেন সংগ্রহ করে লগইন করতে হবে।
না আমি এরকম কোনো ওয়েবসাইটে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিবেন এটা আমি কখনোই বলবোনা, এমন সাইটে ভুলেও আপনার একাউন্টের এক্সেস দিবেননা।
আজকে যে ওয়েবসাইটটি দিয়ে অটো আনলিমিটেড রিয়েক্ট নিয়ে দেখাবো তার জন্য আপনার প্রয়োজন হবে ১ টি ফেক ফেসবুক আইডি, যেটি হ্যাক হলেও আপনার সমস্যা হবেনা।
আপনার যদি ফেক একাউন্ট থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে একটি তৈরী করে নিন।
এরপর ফেক একাউন্ট টি যদি নতুন তৈরী করেন তাহলে ১ ঘন্টা বয়স হতে দিন একাউন্ট টির।
এরপর পরবর্তী স্টেপে যাবেন।
১। এবার আপনি ক্রোম ব্রাউজার ওপেন করুন আর গুগলে চলে যান।
সেখানে সার্চ করুন চিত্রের লেখাটি লিখে।
এরপর ১ম লিংকটিতে যান।
২। এরপর প্রবেশ করলে, ডাউনলোড এপিকে দেখতে পাবেন, সেখানে ক্লিক করে এ্যাপটি ডাউনলোড করে নিন।
এবং ইনস্টল করে নিন।
৪। এখন লগইন উইথ ফেসবুকে ক্লিক করুন।
৫। এখন আপনার ফেক একাউন্টটি দিয়ে লগইন এ ক্লিক করুন।
৭। কাস্টম লিংক অথবা আইডি লাইকারে ক্লিক করুন।
৮। এখন আপনি যেই ফেসবুক একাউন্টের পোস্টে রিয়েক্ট নিতে চান সেই একাউন্টের পোস্টের লিংকটি কপি করুন।
দরকারী কিছু কথাঃ
আপনার ফেক একাউন্ট ও মেইন একাউন্ট দুটির ই কিছু সেটিংস করতে হবে।
১. সেটিংসে গিয়ে পাবলিক পোস্ট দেখতে পাবেন, সেখানে সবগুলো পাবলিক করে দিবেন।
২. ফেসবুক আইডিতে লক করে রাখবেন না।
৩ পোস্টের অডিয়েন্স পাবলিক করে দিবেন ।
৯। এরপর খালিবক্সে পোস্টের লিংকটি দিবেন এবং কোন রিয়েক্ট নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিয়ে ক্যাপচা টা পূরন করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন।
১০। এরপর একটু অপেক্ষা করবেন মাত্র ১৫ সেকেন্ড সর্বোচ্চ।
১১। এরপর এরকম নোটিফিকেশন আসবে।
১২। এরপর ফেসবুক নোটিফিকেশনে দেখবেন রিয়েক্ট চলে এসেছে।
১৩। পোস্টে দেখুন রিয়েক্ট সংখ্যা ১১৮ টি হয়ে গেলো।
যদি পোস্ট টি কোথায় ও বুঝতে সমস্যা হয় বা পুরো বিষটি ক্লিয়ারভাবে বুঝতে ভিডিওটি দেখুন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
এছাড়াও যদি আপনি ১৫ মিনিট অর্থাৎ নির্দিষ্ট একই সময়ে বার বার রিয়েক্ট নেন তাহলে ফেসবুক এ্যালগরিদম অটো রিয়েক্ট আন্দাজ করতে পারলেও আপনার উপরে কোনো একশন নিবেনা।
আমি নিশ্চিত।
কারন এটা যদিও করা অপরাধ কিন্তু এই অটো লাইক কে পাঠাচ্ছে তার উপরেই একশন নিবে।
আমি কি বুঝাতে পেরেছি।
আমার আইডির নাম Md ucchas
— ভালোই লেখছেন।
তবে টোকেন সাইটগুলিতে লগইন করতে গিয়ে ৩ – ৪ টা একাউন্ট এনআইডি ফেরিভাই চাচ্ছে, একাউন্ট গুলো সব ফেক ছিলো তাই দুঃখ নেই।
তবে এখানে কোনো সমস্যা হয়নি, এবং যতোজনকে এটি ব্যবহার করতে বলেছি তাদের ও কোনো সমস্যা হয়নি।
ধন্যবাদ ?
na mane vhebe dekhun avabe onner id te react diye diye targeted id ke week kora jete pare then easily seta ke chnade pathano jabe
mane like abar udhao o hoye jai
প্রায় ৫০% লাইক কমে যায়।
আর যেই আইডি দিয়ে অ্যাপটিতে
লগইন করা হয় সেটিও ফেসবুক
কিছুদিন পর ব্যান করে দেয়। ?