আপনি একদম নিরাপদ ভাবে আপনার ফেসবুক একাউন্ট টি সুরক্ষিত রেখে, আপনার ফেসবুক একাউন্টটির কোনোরকম সমস্যা হওয়া ছাড়াই কিভাবে আপনার টাইমলাইনের অর্থাৎ আপনার প্রোফাইলের পোস্টে কিভাবে আনলিমিটেড লাভ রিয়েক্ট, লাইক, ওয়াও, আংরি, স্যাড, হাহা রিয়েক্ট নিতে পারেন তা এই টিউনে দেখানো হবে।

আমরা সবাই ই চাই যে আমাদের ফেসবুকের পোস্ট গুলোতে অনেক লাইক থাকুক বা লাভ রিয়েক্ট থাকুক।
কিন্তু সমস্যা হলো আমাদের ফ্রেন্ডলিস্টের কিছু ফ্রেন্ড আনএক্টিভ কিছু অলস ইত্যাদি ইত্যাদি এই কারনে লাইক বা লাভ রিয়েক্ট পাওয়া হয়না বেশী।

তবে হ্যা আজকের পর থেকে লাইকের বা রিয়েক্টের জন্য আর চিন্তা করতে হবেনা।
আপনি একবার সাবমিট দিলেই কমপক্ষে ৫০ টি রিয়েক্ট পাবেন।
আবার কিছুক্ষণ পর আবার সাবমিট দিবেন আবার পাবেন।
এইভাবে হাজার হাজার রিয়েক্ট নিতে পারবেন।

আপনি হয়তো ভাবতে পারেন আমি এমন কোনো সাইটের কথা এখন অর্থাৎ এই পোস্টে লিখবো বা দেখাবো যেটাতে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে টোকেন সংগ্রহ করে লগইন করতে হবে।
না আমি এরকম কোনো ওয়েবসাইটে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিবেন এটা আমি কখনোই বলবোনা, এমন সাইটে ভুলেও আপনার একাউন্টের এক্সেস দিবেননা।

আজকে যে ওয়েবসাইটটি দিয়ে অটো আনলিমিটেড রিয়েক্ট নিয়ে দেখাবো তার জন্য আপনার প্রয়োজন হবে ১ টি ফেক ফেসবুক আইডি, যেটি হ্যাক হলেও আপনার সমস্যা হবেনা।
আপনার যদি ফেক একাউন্ট থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে একটি তৈরী করে নিন।

এরপর ফেক একাউন্ট টি যদি নতুন তৈরী করেন তাহলে ১ ঘন্টা বয়স হতে দিন একাউন্ট টির।
এরপর পরবর্তী স্টেপে যাবেন।

১। এবার আপনি ক্রোম ব্রাউজার ওপেন করুন আর গুগলে চলে যান।
সেখানে সার্চ করুন চিত্রের লেখাটি লিখে।
এরপর ১ম লিংকটিতে যান।

২। এরপর প্রবেশ করলে, ডাউনলোড এপিকে দেখতে পাবেন, সেখানে ক্লিক করে এ্যাপটি ডাউনলোড করে নিন।
এবং ইনস্টল করে নিন।

৩। এ্যাপটিতে ক্লিক করুন।

৪। এখন লগইন উইথ ফেসবুকে ক্লিক করুন।

৫। এখন আপনার ফেক একাউন্টটি দিয়ে লগইন এ ক্লিক করুন।

৬। কন্টিনিউতে ক্লিক করুন।

৭। কাস্টম লিংক অথবা আইডি লাইকারে ক্লিক করুন।

৮। এখন আপনি যেই ফেসবুক একাউন্টের পোস্টে রিয়েক্ট নিতে চান সেই একাউন্টের পোস্টের লিংকটি কপি করুন।

দরকারী কিছু কথাঃ
আপনার ফেক একাউন্ট ও মেইন একাউন্ট দুটির ই কিছু সেটিংস করতে হবে।
১. সেটিংসে গিয়ে পাবলিক পোস্ট দেখতে পাবেন, সেখানে সবগুলো পাবলিক করে দিবেন।
২. ফেসবুক আইডিতে লক করে রাখবেন না।
৩ পোস্টের অডিয়েন্স পাবলিক করে দিবেন ।

৯। এরপর খালিবক্সে পোস্টের লিংকটি দিবেন এবং কোন রিয়েক্ট নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিয়ে ক্যাপচা টা পূরন করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন।

১০। এরপর একটু অপেক্ষা করবেন মাত্র ১৫ সেকেন্ড সর্বোচ্চ।

১১। এরপর এরকম নোটিফিকেশন আসবে।

১২। এরপর ফেসবুক নোটিফিকেশনে দেখবেন রিয়েক্ট চলে এসেছে।

এখানে ৫৬ বললে ৭৬ টি আসা কোনো ব্যাপার না।

১৩। পোস্টে দেখুন রিয়েক্ট সংখ্যা ১১৮ টি হয়ে গেলো।

১৪। লাভ রিয়েক্ট।

যদি পোস্ট টি কোথায় ও বুঝতে সমস্যা হয় বা পুরো বিষটি ক্লিয়ারভাবে বুঝতে ভিডিওটি দেখুন।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

50 thoughts on "কিভাবে ফেসবুকে আনলিমিটেড অটো রিয়েক্ট নিবেন, নিরাপদ উপায়ে"

  1. MD Shakib Hasan Author says:
    আইডির যদি সমস্যা হয় আপনি কি ঠিক করে দিবেন
    1. স্বপ্ন Author Post Creator says:
      আপনি তো মেইন একাউন্টের এক্সেস দিচ্ছেন না, তাহলে সমস্যা হবে কিভাবে?
      এছাড়াও যদি আপনি ১৫ মিনিট অর্থাৎ নির্দিষ্ট একই সময়ে বার বার রিয়েক্ট নেন তাহলে ফেসবুক এ্যালগরিদম অটো রিয়েক্ট আন্দাজ করতে পারলেও আপনার উপরে কোনো একশন নিবেনা।
      আমি নিশ্চিত।
      কারন এটা যদিও করা অপরাধ কিন্তু এই অটো লাইক কে পাঠাচ্ছে তার উপরেই একশন নিবে।
      আমি কি বুঝাতে পেরেছি।
  2. Apni je amar friend list e acen, ta apnar I’d dekhe bujhlam?
    1. স্বপ্ন Author Post Creator says:
      তাই নাকি, ভাই ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ।
    2. Hmmm?

      আমার আইডির নাম Md ucchas

    3. YASIR-YCS Author says:
      Apni amar frnd list e chilen. Unfriend kore disi. Like den na post e tai?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ?
  3. Rakib Author says:
    পরে সমস্যা হয় লক পরে। আর এই Yooliker নিয়া ২/৩ টা পোস্ট এর আগে দেখেছি।

    — ভালোই লেখছেন।

    1. স্বপ্ন Author Post Creator says:
      আমি এইরকমের কোনো সমস্যার সম্মুখীন হইনি ভাই।
      তবে টোকেন সাইটগুলিতে লগইন করতে গিয়ে ৩ – ৪ টা একাউন্ট এনআইডি ফেরিভাই চাচ্ছে, একাউন্ট গুলো সব ফেক ছিলো তাই দুঃখ নেই।
      তবে এখানে কোনো সমস্যা হয়নি, এবং যতোজনকে এটি ব্যবহার করতে বলেছি তাদের ও কোনো সমস্যা হয়নি।
    1. স্বপ্ন Author Post Creator says:
      হয়তো ভাই, ওল্ড ইজ গোল্ড ?
  4. Error:// Contributor says:
    vai follower increase korar kono trick thakle share korben pls?
    1. স্বপ্ন Author Post Creator says:
      আমার চ্যানেলে দেখুন একটু কষ্ট করে, সেইফ মেথডে ফলোয়ার বাড়াতে পারবেন।
      ধন্যবাদ ?
  5. Mad Max Contributor says:
    ইন্সটাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় আছে কি??
    1. স্বপ্ন Author Post Creator says:
      জ্বী আছে ভাই।
    2. Mad Max Contributor says:
      জানালে উপকৃত হই ভাইয়া৷
  6. Love11 Contributor says:
    Jani aro onek din age thekei. But thanks ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  7. apps a tuch korlai kaita jay bro duktei pari na help…
    1. স্বপ্ন Author Post Creator says:
      ওয়েবসাইট দিয়ে লগইন করুন। এবং ওয়েবসাইট দিয়ে কাজ করুন।
  8. SR Shoruv Author says:
    Eita onk age use kortam…esob react thakena beshidin…ami 1k korsilam onk koste then ekhn maybe 100 tao nai
  9. sharif Author says:
    nice post bro.. carry on..
  10. RUDRO CHAWDHORY ☑️ Contributor says:
    OLD POST ,ATA NIA ALREADY POST KORA ACCE
  11. Abdus Sobhan Author says:
    accha ami ki onner id te react dite parbo
    na mane vhebe dekhun avabe onner id te react diye diye targeted id ke week kora jete pare then easily seta ke chnade pathano jabe
    1. স্বপ্ন Author Post Creator says:
      না, দূর্বল হবেনা।
  12. Abdus Sobhan Author says:
    tobe apni je ss ta dekhiyechen sekhane like ar poriman abong apnar id te giye dekha like ar poriman ak noi
    mane like abar udhao o hoye jai
    1. স্বপ্ন Author Post Creator says:
      আপনি বিষয়টি বুঝেন নাই
    2. স্বপ্ন Author Post Creator says:
      ভিডিওট দেখুন।
  13. comradezisan Contributor says:
    vaiya react paici… kintu main I’d er problem hbe nki ?
  14. Suruj1122 Contributor says:
    bro safe auto follower ar trick hbe?
  15. Tazim Ahmed Contributor says:
    লাইক নেওয়ার কিছুদিন পর,
    প্রায় ৫০% লাইক কমে যায়।

    আর যেই আইডি দিয়ে অ্যাপটিতে
    লগইন করা হয় সেটিও ফেসবুক

    কিছুদিন পর ব্যান করে দেয়। ?

  16. Abdullah Contributor says:
    ভাই, গ্রুপের পোষ্ট এ কি রিয়াক্ট নেয়া যাবে? নাকি শুধু পারসোনাল পোষ্টেই হবে?
    1. ?MSR? Contributor says:
      Hmmm Bro.Hoito Neoa Jai.Amio Akbar Group Post A Auto React Dicilam!But Group Ta Public Group Hote Hoppe
  17. Îßrãhim Hûssåìn Contributor says:
    Bro amar onno I’d ta shob public kora ase tau like hoy na.But why??
  18. himu2xxx Contributor says:
    vaia page e auto like ba id te auto follower neyar tricks share koriyen
  19. rasel336 Contributor says:
    যেই আইডিতে লগইন করেছিলাম সেটা এখন ব্লকে আছে ??
  20. Reazul+ Contributor says:
    পেইজ এ লাইক নেওয়ার কোনো ট্রিকস থাকলে দিয়েন
    1. mostaksaif Subscriber says:
      এসব করলে আপনার ফেসবুক আইডির ক্ষতি হতে পারে। এর পরিবর্তে এই লাইক ফর লাইক গ্রুপে জয়েন করতে পারেন। https://www.facebook.com/groups/smm4free/
  21. Mahfuz Allum Contributor says:
    ei gulu like thake na bro,
  22. mostaksaif Subscriber says:
    এসব করলে আপনার ফেসবুক আইডির ক্ষতি হতে পারে। এর পরিবর্তে এই লাইক ফর লাইক গ্রুপে জয়েন করতে পারেন। https://www.facebook.com/groups/smm4free/
  23. Sohag21 Author says:
    অনেক আগে থেকেই জানি ভাই। এই অ্যাপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অটোমেটিক লাইক হারিয়ে যায়। এর থেকে Machine Liker সাইট ভালো।
  24. Bejoy Contributor says:
    ১৫মিনিট সময় নেয়।এটার কোন সলিউশন আছে?
    1. স্বপ্ন Author Post Creator says:
      না ভাই
  25. Bejoy Contributor says:
    কালকে একটা ফেক আইডি দিয়ে রিয়েক্ট নিছি ৭/৮ঘন্টা পর একাউন্ট ডিজেবল সাথে যে রিয়েক্ট নিয়েছিলাম সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ঠিক আছে ভাই, নতুন মেথড নিয়ে হাজির হবো।

Leave a Reply