Site icon Trickbd.com

মোবাইল নাম্বার দিয়ে মালিককে খুঁজে বের করার কিছু উপায় দেখে নিন,দেখুন কাজে লাগতে পারে।

Unnamed

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভাল আছেন কারণ। ট্রিকবিডির সাথে থাকলে অনেক ভালো থাকা যায়।
কারন এখানে নতুন নতুন ট্রিক ও টিপস সম্পর্কে ধারনা ও জানা যায়।

আজকে আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করব।
টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন,আজকে কোন টিপস নিয়ে হাজির হলাম।

আজকে আপনাদের মাঝে শেয়ার করব মোবাইল নাম্বার দিয়ে ব্যাক্তিকে খোঁজার কিছু উপকার টিপস।

আজকের যে কয় টা টিপস দিব, এগুলো ফলো করলে হয়তো কিছুটা হলে ও উপকারে আসবে,মোবাইল নাম্বার দিয়ে উক্ত ব্যাক্তিকে খোঁজার।

কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।

কোনো অপরিচিত কোনো নাম্বার থেকে আপনাকে যদি ডিস্টার্ব করে বা কোনো অন্যায় করে থাকে কোনো নাম্বার থেকে তাহলে তাকে খুঁজে বের করার জন্য নিচের উপায় গুলো ফলো করুনঃ

১] ফেসবুকের মাধ্যমে খোঁজাঃ

বর্তমানে এমন লোক খুজে পাওয়া যাবে না যে ইনটারনেট ব্যাবহার করে আর তার ফেসবুক আইডি নাই।

তাই আপনাকে যে নাম্বার দিয়ে ডিস্টার্ব বা বিরক্ত করে যদি তার নাম্বার দিয়ে ফেসবুক খোলা থাকে তাহলে তো সার্চ দিলেই বুঝতে পারবেন যে কে এটা।

হ্যা! এখানে কথা আছে যদি ব্যাক্তিটি তার ফেসবুক এ যোগ করা নাম্বার হাইড করে রাখে তাহলে খুজে পাবেন না সে নাম্বারে ফেসবুক আই ডি থাকলেও।

সমস্যা নাই আরো কিছু টিপস আছে।

২] ইমোর মাধ্যমে খোঁজাঃ

ইমো কিন্তু অনেকেই ব্যাবহার করে বর্তমানে।
তাই আপনি খুব সহজে তাকে খুজে পেতে পারেন তার যদি সেই নাম্বার দিয়ে ইমো খোলা থাকে।

ইমো ওপেন করে, সার্চ বারে উক্ত নাম্বার টি লিখে সার্চ করলেই মুহুর্তে তার ইমো একাউন্ট থাকলে আপনার ইমোতে এড হয়ে যাবে। এবং খুব সহজে জানতে পারবেন যে কে সেই ব্যাক্তি।

[ বিঃদ্রঃ আপনার ইমো একাউন্ট খোলা থাকতে হবে]
তার নাম্বারে ইমো একাউন্ট খোলা থাকলে, সার্চ দিলে দেখতে পারবেন এটা কোনো সমস্যা হবে না।

৩] হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে খোঁজাঃ

হোয়াটসঅ্যাপ ও প্রায় অনেকে ব্যাবহার করে তাই কাংখিত নাম্বার আপনার ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

[ বিঃদ্রঃ আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলা থাকতে হবে]

তার সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলা থাকে তাহলে এড হবে যাবে এবং আপনি দেখতে পারবেন কে সেই ব্যাক্তি।

৪] ট্রুকলার এর মাধ্যামে খোঁজাঃ

প্লে স্টোরে Trucaller লিখে সার্চ দিলে একটা এপ্স পাবেন।

অনেকে জানেন হয়তো এই এপ্স টি সম্পর্কে।

এই এপ্সটি দ্বারা ও অনেক উপকার পাওয়া যায় নাম্বার খোজার কাজে ।

কোনো অপরিচিত নাম্বার থেকে আপনাকে ফোন দিলে,আপনার নেট কানেকশন চালু থাকলে অনেক সোসাল মিডিয়া ও অন্যান্য পাবলিক মিডিয়া ট্রাক করে আপনাকে জানিয়ে দেবে কে এটা।

৫] থানায় জিডিঃ

কোনো অপরিচিত নাম্বার থেকে যদি বড় ধরনের কোনো প্রতারণা বা অতিরিক্ত ডিস্টার্ব করে তাহলে থানায় জিডি করতে পারেন।

এতে আপনার জন্য বেশি ভাল নিরাপত্তার উপায় হবে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ
Exit mobile version