মুভি নাম: Dhaka mafia: we are all prime minister man
পারসোনাল রেটিংঃ ১০/১০
আগে ভাগে বলে নেই আমি কিন্তু কোন দল করি না, তবে এক ঘন্টার একটা সাহসী ডকুমেন্টারি দেখলাম।
রিভিউ লেখা ঠিক হচ্ছে না কি হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট কিছু বুঝতে পারছি না। তবে একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে একজন নাগরিক হিসেবে আমাদের সত্যতা জানা উচিত।
দেশে কি হচ্ছে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, কারা দেশকে নেতৃত্ব দিচ্ছে সকল কিছু জানার হক আমাদের নাগরিকদের আছে বলে আমি মনে করি।
এর জন্যই হয়তো নিজের ইচ্ছায় এই ডকুমেন্টারি এর রিভিউ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
বাকস্বাধীনতা কেড়ে নিলেও সত্য জানতে তো আর কেউ ঠেকাতে পারবেনা।
অনেক আবেগের কথা বললাম এবার মূল কাহিনীতে ফিরে যাওয়া যাক।
এই ডকুমেন্টের এর কাহিনী শুরু হয় ঢাকার মোহাম্মদপুরের এক মাফিয়া কে ঘিরে। সে কিভাবে বেড়ে ওঠে, নিজের সাম্রাজ্য তৈরি করে তাছাড়া তার মানি লন্ডারিংয়ের গল্প নৈপুর সাথে জীবনের রিস্ক নিয়ে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আল জাজীরা এর ইনভেস্টিগেশন টিম।
আমাদের এই ছোট দেশেও এত বড় মাপের মাফিয়া আছে এটা ভাবতেই শরীরের লোম শিউরে ওঠে তাছাড়া এইসব মাফিয়ারা যেসব বড় ব্যক্তিদের প্রশ্রয় এ বেড়ে উঠেছে তা দেখলে আরো অবাক হয়ে যাই।
আবারো বলে দেই আমি বিএনপি ও করিনা আওয়ামী লীগ ও করিনা আমি শুধু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই রিভিউটা লিখেছি এবং বাংলা ডকুমেন্টারি শেয়ার করেছি যাতে দেশের সর্বস্তরের মানুষ সত্য জানতে পারে।
বাংলা ভাষায় ডকুমেন্টারি ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন:
অস্থির পোস্ট এই পোস্টকরে আপনি কোন ভুল করেননি ( ধন্যবাদ এমন পোস্ট দেয়ার জন্য) তবে অনেকে বলছে লিংক কাজ করেনা, যাদের কাজ করেনা তার ইউটিউব এ AJ Investigation লিখে Search করেন বাংলা ভাষায় পাবেন। আমি কয়েকদিন আগেই দেখেছি আর অবাক হয়ে গিয়েছি।
Facebook a pai na tog???
https://youtu.be/B1BM79J863o
For link
Drive link den ???