আসসালামু আলাইকুম ৷
Hello বন্ধুরা আমি শামীম (স্বপন) ৷
এটি একটি অন্যরকম পোস্ট, অনেকেই ভাবতে পারেন বাটন মোবাইল রিভিউ , এ আবার কেমন রিভিউ ৷ মানুষ যতই স্মার্ট হোক, যতই সুপারফাস্ট টেকনোলজি ব্যবহার করুক না কেন তবুও ক্লাসিক ফোন ব্যবহার করার সুবিধা অনন্য ৷
সত্য কথা বলতে, যারা জিবনে একবার বাটন ফোন ব্যাবহার করেছিল তারা সবাই বাটন এর ফ্যান ৷ আর এটাও সত্যি বাংলাদেশ শুধু নয় বরং পুরা পৃথিবীর ৭৫% মানুষ বাটনের ভক্ত ৷ যতই স্মার্ট ফোন ব্যাবহার করুক, তবুও বাটন ফোন রয়েছে স্মার্ট ফোনের পাশাপাশি ৷ আমার রয়েছে বানট ফোন ৷
যাই হোক, চলুন দেখা যাক আজকের রিভিউ ৷
Magic 2 Max এর দাম পড়বে মাত্র ২,২০০ টাকা ৷
রিপ্লেস/সার্ভিসিং
100 দিনের রিপ্লেস সহ এক বছরকার গ্যারান্টি ওয়ারেন্টি ৷ এই ফোনটি 100 দিনের মধ্যে নষ্ট হলে বা কোন কারিগরি ত্রুটির, বা ব্যাটারি সমস্যা জনিত যে কোন সমস্যা হলে আপনি ফোন রিপ্লেস বা বদলাতে পারবেন ৷ আর ১০০ দিন পর এক বছরের ভিতরে ফোনের কোন সমস্যা হলে ফ্রি সার্ভিসিং করতে পারবেন ৷
Magic 2 Max Full info
Display
7.11cm(2.8) QVGA Display
Color
তিনটি কালারে পাবেন
Battery
1900 mAh Battery ৷ যেটা অনেক ভালো দিক ৷ সাধারনত itel phone চার্জ একদিন দিলে তিন থেকে চারদিন চলে ৷ যেহেতু এই ফোনের ব্যাটারি 1900mAh সেহেতু বলাই যায় মিনিমাম ৫-৭ দিন চলবে ৷
Camera
1.3MP Rear Camera with Flash. Magic 2 Max ক্যামেরাও ভালো ৷ রাতেও ফ্লাশ দিয়ে ছবি তুলতে পারবেন ৷
King Talker
Speaks time for you || ম্যাজিক কল করে নিজের কন্ঠ বদলে মজা করতে পারবেন বন্ধদের সাথে ৷
Phonebook
2000 Contacts Memory and 500 Messages সেভ করে রাখকে পারবেন ৷ যেটা বাটন ফোনে এক দুর্দান্ত ৷
Storage
Internal Storage: 8 MB (ROM), up to 32 GB via microSD card,
RAM (Memory): 8 MB (RAM)
৮MB করে Ram&Rom রয়েছে এই ফোনে যা খুবই ভালো ৷
Java Support করে ৷
Games
Danger Dash, Tetris. Ninja Up etc. এগুলো ছাড়াও ইন্টারনেট থেকে আরো গেম নামাতে পারবেন এবং ব্লুটুথের মাধ্যমে গেমস নিয়ে চালাতে পারবেন ৷
শেষ কথা, আমার মতে বাংলাদেশের যত কম দামে বাটন মোবাইল আছে তার ভিতরে itel phone সুপার ফাস্ট ৷ আমি নিজেও itel বাটন ফোন ব্যবহার করি ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ ৷