৭ স্ট্রাটেজি ফর ওয়েলদ এন্ড হ্যাপিনেস লেখক জিম রন

৭ স্ট্রাটেজি ফর ওয়েলদ এন্ড হ্যাপিনেস বই রিভিউঃ
সৃষ্টিকর্তা আমাদেরকে শুধুমাত্র ১টি মাত্র জীবই উপহার দিয়েছেন, সে জীবনে ওয়েলথ এন্ড হ্যাপিনেস থেকে আমাদের এ পৃথিবীতে যে জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করে পাঠিয়েছেন সে কাজ করে যেতে হবে।
তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হবো।

কিভাবে সুন্দর ভাবে জীবনযাপন করা যায় তা নিয়ে বইটিতে আলোচনা করেছেন।
সুন্দরভাবে বেচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে জ্ঞান অর্জন করার।
তাই অজানা জিনিসকে জানতে হবে।

সময়কে সদ্ধ ব্যবহার করতে জানতে হবে, আমার একজন প্রিয় শিক্ষক প্রায়ই বলতেন, হৃদয় সময়ের মূল্যায়ন করো, সময়ও তোমাকে মূল্যায়ন করবে।
কথাটার গুরুত্ব তখন পুরোপুরি বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারতেছি।
আসলেই কথাটা ঠিক ছিলো, তাইতো কবিও বলেছিলেন তার কবিতায় সময় গেলে, সাধন করিলে লাভ হবেনা।
তাই সময়কে কাজে লাগাতে হবে।
যে যতোবেশী সময়কে কাজে লাগাবে সে ততো বেশী লাভবান হবে।
সময়টা যদি এ পার্থিব দূনিয়ার কাজে লাগান তাহলে এ পার্থিব দুনিয়াতে একজন বড় মানুষ হিসেবে পরিচিত লাভ করবেন।

আর যদি সময়টা বেশী বেশী আখিরাতের জীবনের জন্য কাজে লাগান তাহলে মৃত্য হলো আপনার জন্য সুসংবাদ এবং মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত রয়েছে।

7 strategy for wealth and happiness বইটির ৭ টি সূত্র হলোঃ
১। নির্দিষ্ট লক্ষ্যের ক্ষমতাকে অনুধাবন করা এবং এর শক্তিকে মুক্ত করা।
২। জ্ঞান অর্জনের চেষ্টা করা।
৩। কিভাবে পরিবর্তিত হয় তা শেখা।
৪। খরচ নিয়ন্ত্রণ করা।
৫। সময়ের সদ্ব্যবহার করা।
৬। সফল লোকজন দ্বারা নিজেকে ঘিরে রাখা।
৭। সুন্দরভাবে জীবনযাপন করার কৌশল শেখা।

বইয়ের নামঃ ৭ স্ট্রাটেজি ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস পিডিএফ বই
বইয়ের লেখকঃ জিম রন
অনুবাদকঃ ফজলে রাব্বি
প্রকাশনীঃ সাফল্য প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ টি।
বইয়ের ধরনঃ আত্ম-উন্নয়ন ও মেডিটেশন
পিডিএফ সাইজঃ ২০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

ভূলত্রুটি ক্ষমার দৃ‌ষ্টিতে দেখবেন।




আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

2 thoughts on "৭ স্ট্রাটেজি ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস পিডিএফ বই"

    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply