Site icon Trickbd.com

এই লকডাউনে সময় বাড়ির বাহিরে বের হওয়ার জন্য যেভাবে পাবেন পুলিশের ‘মুভমেন্ট পাস’ বিস্তারিত পোস্ট এ! সবার দেখার অনুরোধ করা হলো!

Unnamed

করোনা সংক্রমণ রোধে (১৪) বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই সময় চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় টহল দেবে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে রাস্তায় নামতে দেবে না পুলিশ।

বিশেষ বা জরুরি প্রয়োজনের কিছু বিষয় এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এসব বিষয়ও যাচাই করবে টহলরত পুলিশ। এই সময়ে চলাচলের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাড়ির বাহিরে বের হতে পারবেন না।

লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি বিষয়ে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।

যেমনঃ

মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’।

চেকপোস্টে পুলিশ ধরলে মুভমেন্ট পাস দেখালে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করে ছেড়ে দিবে!

প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।

তো দেখে নিয়া যাক মুভমেন্ট পাস নিতে কি কি লাগবে

১) ব্যক্তির নাম,

২) মোবাইল ফোন নম্বর

৩) জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স

৪) যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম

৫) যেখান থেকে যাবেন সেই স্থানের নাম

৬) আপনার যাত্রার কারণ

মুভমেন্ট পাস কি ভাবে নিবেন।

প্রথমে এখানে ক্লিক করুন ঢুকুন

তার পর এখানে ক্লিক করুন।

তার পর আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট তে ক্লিক করুন।

তার পর আপনার জন্ম তারিখ দিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করুন ( আপনার জন্ম তারিখ যদি ১১-০৮-২০০২ এই রকম হয় তা হলে বসে দিবেন এই ভাবে ১১০৮২০০২)

তার পর নিচের তথ্য গুলা দিয়ে পূর করেন।

তার পর মুভমেন্ট পাস তৈরি হয়ে গিয়েছে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ