Site icon Trickbd.com

টেন মিনিট স্কুল এর স্মার্ট ক্যারিয়ার – সোহান হায়দার Pdf Book

Hello?

কেমন আছেন সবাই….

আজকে 10 minute School এর সোহান হায়দার এর লেখা স্মার্ট ক্যারিয়ার বইটির PDF শেয়ার করবো

বইটি কিভাবে ব্যবহার করতে হবে

স্মার্ট ক্যারিয়ার এ আপনাকে স্বাগতম। এই বইটির মূল উদ্দেশ্য হল, চাকরির বাজারে প্রতিযোগিতার ভিড়ে আপনার জন্যে একটি সুন্দর ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেওয়া। আমার এবং পরিচিত আরো অনেকের অভিজ্ঞতা থেকে এই বইটি লেখা। ক্যারিয়ারের শুরুতে কিছু জিনিস না জানার কারণে চাকরি পেতে দেরি হয়, পেলেও মনের মত পোস্ট বা স্যালারি হয় না, সব মিলিয়ে অনেকেই আটকে যান অপছন্দের কোন জায়গায়। ব্যাঙ্ক ব্যালেন্সটা যত মোটা হতে পারতো তার চাইতে কম থেকে যায়।


আবার কেউ কেউ শুরুটাই করেন দুর্দান্তভাবে। কেউ কেউ অনেক চড়াই উত্রাইয়ের পর পছন্দমত জায়গায় এসে দাঁড়ান। আপনার ক্যারিয়ারের শুরুতে যাতে এত কনফিউশন না থাকে, সেটা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। যাতে করে আপনি সঠিক পথে নিজেকে এগিয়ে নিতে পারেন একটি স্মার্ট ক্যারিয়ারের পথে।

পড়া শুরুর আগে কিছু জিনিস জেনে নিলে আপনার পড়তে আরো ভালো লাগবে।

বইটি কাদের জন্যে

চাকরির জন্যে প্রস্তুতি নিচ্ছেন এমন ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্যে। এই বইটি ক্যাম্পাস থেকে প্রথম চাকরি পাবার পর হ্যান্ডশেক পর্যন্ত আপনাকে নিয়ে যাবে ইয়ং প্রফেশনালরাও পড়ে দেখতে পারেন, তাদের জন্যে ক্যারিয়ার প্ল্যানিং, পার্সোনাল ব্র্যান্ডিং, স্যালারি নেগোসিয়েশন, নেটওয়ার্কিং চ্যাপ্টার গুলি খুবই কাজে লাগবে। সবশেষে, যাঁরা ক্যারিয়ার কাউন্সেলিং করেন বা এই বিষয়ে কথা বলেন, তাঁদের জন্যেও বইটি উপকারি হবে।

ডাউনলোড

বই টির PDF ডাউনলোড করতে ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে
আর হ্যা এমন আরো রিসোর্স পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে

-> [ টেলিগ্রাম ] <-