আসসালামু আলাইকুম। জানি সবার মন অনেক খারাপ, ফিলিস্তিনি অসহায় ভাই-বোনের রক্ত দেখে কারো মন ভালো থাকতে পারে নাহ। তাদেরকে জীবন দিয়ে হলেও সহযোগিতা করার প্রবল ইচ্ছে সবার মনেই রয়েছে। তবে পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে উঠছে নাহ। ফিলিস্তিনি বাংলাদেশের আম্বাসী বাংলাদেশের মানুষদের কাছে থেকে সহযোগিতার জন্য আর্থিক ফ্যান্ড তৈরী করেছে। যা ফিলিস্তিনি আহত মানুষদের চিকিৎসার জন্য খরচ হবে। আসুন মুসলিম ভাইয়েরা আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে সহযোগিতা করি। এখনকার বিপজ্জনক সময়ে, অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে ফিলিস্তিনের জন্য অর্থ অনুদানে প্রবল উত্সাহ দেখিয়েছেন।

নিচের নির্দেশনা অনুসরণ করে অনুদান দিতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

০১৭১৫৮৩৩৩৩০২- রকেট (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-বিকাশ (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-নগদ (পারসোনাল)

অনুদান দেয়ার পর ০১৯৮৮১৪১৪১৪ এই নম্বরে টাকার পরিমাণ ও প্রেরকের বিস্তারিত মেসেজের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

অথবা, কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তাহলে তাদের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোর্সঃ- Embassy✅ of The State of Palestine, Dhaka Bangladesh Officials Page

SomoyNews

Cyber 71

বিঃদ্রঃ- প্রচুর লেনদেনের জন্য তাদের বিকাশ একাউন্ট লিমিট হয়ে গিয়েছে, সাহায্য করার ইচ্ছে থাকলে তাদের অফিসিয়াল পেজে চোখ রাখুন

4 thoughts on "আসুন বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে ফিলিস্তিনি আহত মানুষদের আর্থিক সহযোগীতা করি।"

  1. Avatar photo Sk Shipon Author says:
    sbay agia asun…
  2. Fahim Contributor says:
    অর্থ অনুদান দেবার আগে পোস্ট টি দেখুন
  3. Avatar photo Bokul Contributor Post Creator says:
    একত্রিত থাকতে গা চুলকায়?
    নাকি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন?

Leave a Reply