Site icon Trickbd.com

Bkash অ্যাপ এর মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তার অনুদান দিয়ে দিন সরাসরি ফিলিস্তিন দূতাবাস এ।

Unnamed

ফিলিস্তিনে চলমান সংকট সমাধানে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। চলমান পরিস্থিতিতে অনেক ফিলিস্তিন নাগরিক প্রাণ হারিয়েছেন, আবার অনেকে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন।

খারাপ সময়ে অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

ঘরে বসে আর্থিক সহায়তায় করতে পারবেন বিকাশ এর মাধ্যমে আর সেই অর্থ চলে যাবে সরাসরি ফিলিস্তিন দূতাবাস, ঢাকাতে

প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে আরো তে ক্লিক করুন।

তার পর ডোনেশন এ ক্লিক করুন।

তার পর ফিলিস্তিন দূতাবাস ঢাকা তে ক্লিক করুন।

তার পর নাম, Gmail এবং অনুদানের পরিমাণ লিখে submit তে ক্লিক করুন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে Confirm তে ক্লিক করুন।

তার পর একটি Confirmation Message দিয়ে জানিয়ে দিয়া হবে আপনার লেনদেন সম্পন্ন হয়েছে কি না।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

Exit mobile version