হ্যালো ট্রিকবিডির ভাইয়ারা কেমন আছেন সকলে ? আশা করছি ভালোই আছেন ? দীর্ঘ দুইমাস পর ট্রিকবিডিতে কন্টেন্ট লিখছি । আশা করছি আমার আজকের এই পোস্টা আপনাদের কাছে ভালো লাগবে ? আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবভিউ এপ্স তৈরী করা শেক্ষাবো এবং সেই এপ্সটিতে গুগল এডমব এর এডস ব্যবহার করে আপনারা টাকা আয় করতে পারবেন । যদিও আমি প্রফেশনাল কোনো এপ্স ডেভেলোপার নই তবুও যেটুকু জানি সেটুকুই শেয়ার করে দিলাম, একটু হলেও উপকার আসতে পারে । এবং আমরা আজকে এই এপ্সটি KODULAR দিয়ে তৈরী করব ।
ওয়েবভিউ এপ্স কি ?
সংক্ষীপ্ত ভাবে বললে যেই এপ্স এ কোনো একটি ওয়েবসাইট শো করানো হই সে এপ্সকে ওয়েবভিউ এপ্স বলা হয় । তবে ওয়েবসাইট শো করানো এপ্সকেই ওয়েবভিউ এপ্স বলা যাবে না । ওয়েবসাইটের এপ্স এর ও প্রকারভেদ আছে … ওয়েবভিউ এপ্স, নেটিভ এপ্স । যেই এপ্সটিতে হুবুহু ওয়েবসাইট শো করানো হই সেটা ওয়েবভিউ এপ্স ।
আমার ওয়েবসাইট নেই তাহলে কি করব ?
আপনার ওয়েবসাইট নেই তাই বলে যে ওয়েবভিউ এপ্স ও তৈরী করতে পারবেন না এমন কিন্ত নয় । আপনি অন্য কোনো ওয়েবসাইটের এড্রেস দিয়ে এপ্স তৈরী করতে পারেন এটি দোষের কিছু না । আপনি চাইলে ট্রিকবিডির ওয়েবসাইট আপনার এপ্স এ শো করাতে পারেন ।
এপ্স থেকে ইনকাম কিভাবে করব ?
আমরা এই এপ্সটি মনোটাইজ করে এটি থেকে আরনিং করতে পারবো, মানে আমরা ওয়েবসাইটের মতো এপ্স এ এডস বসাবো এবং ঐ এপ্সটি আপনি যতো বেশি শেয়ার করতে পারবেন আপনার আরনিং ও ততো বেশি হবে । শুধু শেয়ার নয় এপ্স ব্যবহার করতে হবে ।
আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ? আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন উত্তর দেওয়ার চেষ্টা করব । তাহলে চলুন শুরু করা যাক ।
———0———–0————-0———00———-0————0———–0———-
প্রথমে KODULAR.IO তে ভিজিট করুন ।
এবার CREATE APPS এ ক্লিক করুন ।
তারপর Create Project এ ক্লিক করুন ।
এরপর এপ্স ইনফো দিয়ে FINISH করুন ।
এবার WEB VIWER অপ্সশন্টিকে স্ক্রিনে টেনে আনুন ।
তারপর ডানদিকের HOME URL এ আপনার বা অন্য কোনো ওয়েবসাইটের লিংক দিন যেটি এপ্স এ শো করাতে চান ।
তারপর মনোটাইজ অপশন থেকে Admob banner স্ক্রিনে ড্রাগ করে নিয়ে আসুন । এবং ডান দিকে Ad Unit Id তে আপনার এডমব এর এডস আইডি বসিয়ে দিন ব্যাস এপ্স রেডি ।
এবার উপর থেকে EXPORT এ ক্লিক করে ANDROID APP এ ক্লিক করুন তারপর কিছুক্ষন লোডিং নিয়ে এপ্স ডাউনলোড শুরু হয়ে যাবে । এরপর এপ্সটি ঠিকভাবে কাজ করলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন । এবং টাকা আইয় করুন ।
আজকের পোস্টা কেউ কোথাও বুঝতে না পারলে কমেন্ট করুন অথবা নিচের ভিডিওটি ও দেখতে পারেন ।
আর হ্যা এরকম নিত্য নতুন টেকনোলোজি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ।