আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন
তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক
Free Fire Friends Call Back Event
°°°
অনেকে হয়ত কলব্যাক বুঝেন আবার অনেকেই বুঝেন নাহ। তো যারা এ ব্যপারে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের পোস্ট।
➤Free Fire কিছু দিন পরপর ই এই কলব্যাক ইভেন্ট আসে এবং কলব্যাক করে কিছু ভালো গিফট ও পাওয়া যায়। এগুলা আপনারা কিভাবে কমপ্লিট করবেন
➤ সে জন্য 8+ Gmail অথবা fB id দিয়ে Free Fire Id খুলে রাখবেন। সেগুলোতে প্রতিদিন লগিন দিবেন না। শুধু কলব্যাক ইভেন্ট আসলেই সেগুলো লগিন করে কলব্যাক পুরন করবেন।[/h2]
➤
আর অবশ্যই নতুন খুলে রাখা ff game id গুলার সাথে আপনার রিয়েল Game id Add করে রাখবেন। মানে Callback করার জন্য Friend list এ থাকতে হবে।
➤
আর নতুন খুলে রাখা আইডি গুলোতে ১ টা করে ম্যাচ খেলবেন। মানে ২ লেভেল করে রাখবেন। তা না হলে কলব্যাক হবে নাহ। এমন প্রবলেম হতে পারে
___________________________________________________
➤সব ঠিকঠাক থাকলে Reall Game Id’r Uid Code Copy করে নিবেন।
➤নতুন খুলে রাখা ff game id তে login করবেন। Friend Option থেকে Call Back Option এ যাবেন।
➤ ফাকা ঘরে Reall Game id’r Uid Past করে Confirm করবেন
➤ এভাবে যতগুলি কলব্যাক লাগে সব কমপ্লিট করে Reall Game Id তে ঢুকে গিফট গুলা কালেক্ট করে নিবেন?
➤
কারো Call Back লাগলে গ্রুপে জয়েন দিয়ে জানান। কয়েকটা ID দিয়ে call Back করে দিতে পারব।
___________________________________________________
➤
আপডেট পেতে Facebook Group এ Join দিয়েন।
″
Tech Gaming BD
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
Happy gaming?
❤️÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
___________________________________________
গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন
Join Our FB Group
Tech Gaming BD
———————————————