আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আজকাল সব অ্যান্ড্রোয়েড ফোনেই এমন সব অপশন রয়েছে,যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই খুব সহজেই টাইম পাস করা যায়,ফোনে গেম খেলে বা ভিডিও দেখে।

কিন্তু ইন্টারনেটে এমন কিছু জিনিস রয়েছে,যেগুলো আমাদের অন্যরকম সেটিশফেকশন দেয়।


Fluid Colour Simulation এরকমই একটা অ্যাপ।

App Name:-Fluid Colour Simulation

Size:-

Ratting:-4.6


এই অ্যাপের অ্যানিমেশন এতো দারুণ যে,আপনারা এটা ব্যবহার করার সময় একদমই বিরক্ত হবেন না।

আর এটি ব্যাবহার করাও খুবই সহজ।

এর জন্য আপনাকে ফোনের স্কিনের যেকোনো জায়গায় শুধু টাচ করতে হবে।

তাহলেই বিভিন্ন কালারফুল অ্যানিমেশন আপনারা ইনজয় করতে পারবেন।


এছাড়াও আপনারা এই অ্যানিমেশন ফোনের wallpaper এও খুব সহজেই দিতে পারেন।


যার মাধ্যমে আপনারা ফোনকে এক অন্যরকম লুক দিতে পারবেন।




এই অ্যাপটির বাম পাশে মেনু অপশন রয়েছে,যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই অ্যাপটিকে কাস্টমাইজ করতে পারবেন।


Download Link-Fluid Simulation Free]

পরিশেষে,এই অ্যাপটি শুধুমাত্র টাইম পাস করার জন্য।তাই সবার এটা ভালো নাও লাগতে পারে।তাই দয়া করে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট না করার অনুরোধ রইলো।

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

Leave a Reply