Site icon Trickbd.com

[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন।

ঈদ উপলক্ষ্যে বিকাশের মাধ্যমে DARAZ থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৩০০ টাকা এবং পুরো ক্যাম্পেইন জুড়ে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

যাদের দারাজ একাউন্ট নেই তারা আগে একাউন্ট খুলে নিবেন তার পর এখানে ঢুকেন
নিচের যে কোনো এক স্থানে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করবে তা দিয়ে দিন।

এখন টাকা পরিমাণ দিয়ে দিন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর দারাজ এ আপনার বিকাশ একাউন্ট যোগ করে নিন। আমার করা আছে তাই আর লাগলো না।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করে নিন।

তার পর পেমেন্ট সম্পর্ণ হলে সাথে সাথে ১০% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ