ঘরে বসে ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে ফ্রি তে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন বিদ্যুৎ বিল এর কাগজ আসার আগে তাও আবার USSD কোড ডায়াল করে যে কোনো ফোন দিয়ে।

এছাড়া এখন ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধও করতে পারবেন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করতে প্রথম USSD কোড *322# ডায়াল করুন।

তার পর Enter-1 (Bill Pay) দিয়ে দিন।

তার পর Enter-1 (Self) দিয়ে দিন।

তার পর Enter-5 (Palli Bidyut) দিয়ে দিন।

তার পর বিল এর 13 Digit এর SMS Number বসে দিন

ঠিক এই রকম 13 Digit এর SMS Number

তার পর যে মাসের বিল চেক করতে চান তা বসে দিন।

বিল এর বছর।

তার পর দেখেন আপনার বিদ্যুৎ বিল এর পরিমাণ দেখাচ্ছে।

যদি বিদ্যুৎ বিল এর পেমেন্ট করতে চান তা হলে Enter-1 (Accept) দিন। তার পর ডাচ-বাংলা (রকেট) একাউন্ট এর পিন নাম্বার দিয়ে বিল এর পেমেন্ট করে দিন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

2 thoughts on "ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে ফ্রি তে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন USSD কোড দিয়ে!!"

  1. Badsha Contributor says:
    Bil pay free.? Vi
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      চার্জ কাটবে

Leave a Reply