আজকে যে Telegram BOTগুলোর Review দিতে যচ্ছি তা হল @gif; @vid; @pic; @wiki; @imdb, এগুলার বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।
বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @gif; @vid; @pic; @wiki; @imdb খুবই উপকারী BOT। Telegram-এর যেকোন Channel, Group এ এই Botগুলো Direct কাজ করে। অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে যেকোন Channel/Group এ Message Send করতে পারবেন আর Stylish ভাবে ।
ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি যেকোন Channel/Group এ Message Send করতে পারবেন। আর এটি ব্যবহার করাও খুব Simple।
» Telegram BoTগুলোর কাজ:-
@gif- আপনাকে Giphy থেকে যেকোন Gif Select করে তা Chat Box এ Sent করতে সাহায্য করে
@pic & @bing- যেকোন Image Chat Box এ Sent করতে সাহায্য করে
@wiki- কোন Important Artical Sent করতে সাহায্য করে
@imdb- আপনাকে যেকোন Film এর Link + Catalog Chat Box এ Sent করতে সাহায্য করে
»Telegram BoT টি যেভাবে Run করবেন
[আমি @gif Bot Run Process নিয়ে ব্যাখ্যা দিলাম]
1. প্রথমে Telegram এর যেকোন Channel এর Message Section এ গিয়ে @gif Type করুন
2. Auto Gif Page Open হবে
3. আপনার ইচ্ছামত Gif Select করুন
4. Gif-টি Send হবে যাবে
ঠিক এইভাবেই বাকী @vid; @pic; @wiki; @imdb BOT গুলো কাজ করবে
এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।
DEXTER
Signing OFF