ইসলাম মানুষকে সত্যের পথ দেখায়,মানুষকে সঠিক আশ্রয় দেয় । আজ এটার প্রমাণ নিয়েই কথা বলবো এই পোস্টে ।
ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়,সঠিক আশ্রয় দেয় -কথাটির প্রমাণ মিলেছে একজন ক্রিকেটারের জীবেন । সে আর কোন ক্রিকেটার নয় । সে ক্রিকেটারের নাম হলো ইংল্যান্ডের জাতীয় খেলা মঈন আলী । চলুন মঈন আলীর জীবনী সম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক ।
আজকাল ক্রিকেটার মঈন আলীকে চেনে না এরকম লোক খুব কমই আছে । ইংল্যান্ডের এই ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডের বালিন শহরে ১৯৮৭ সালে । মঈন আলী আদিবাস পাকিস্তানে । ইংল্যান্ডে জন্মগ্রহণ করাই পরবতীতে ইংল্যান্ডের নাগরিক হন । মাত্র ১৯ বছর বয়সে মঈন আলী ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে । সবপ্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে তার অভিষেক হয় । প্রথম দিকে সে দাড়ি রাখত না । পরবতী সময়ে সে দাড়ি রেখেছে । দাড়ি রাখার কারণে তাকে খেলার বাইরে এবং ভেতরে অনেকবার হেনস্তার শিকার হতে হয় । এমনকি তার জন্মের শহর বালিনে একবার তাকে হেনস্তা হতে হয় মুসলিম বলে । তাকে বিমান বন্দরে ৪০মিনিট ধরে চেক করা হয় । তবুও সে ইসলাম থেকে এক পাও পেছান নি ।
ক্রিকেট খেলা চলাকালীন সময়ে নামাযের সময় হলেই যে নামায পড়তে যেত । তিনি বলেন,”এখনো পযন্ত কেউ আমাকে কেউ খেলা চলাকালীন নামায পড়তে যেত বাধা দেয় নি ।” রোযার মাস আসলে সে রোযা থেকেই খেলা করতেন । এমনকি ইংল্যান্ড বোড তার জন্য নামাযের কক্ষও বানিয়ে দিয়েছে ।
একবার একজন তার বিপক্ষে টুইট করেন যে মঈন যদি ক্রিকেটার না হতো তবে মঈন সন্ত্রাস হতো । কিন্তু মঈন কিছুই বলেন নি । মঈনের পক্ষ নিয়ে জোফরা আচার তার বিপক্ষে টুইট করেন ।
মঈনের পারিবারিক দিক :-
মঈনের স্ত্রীর নাম ফিরোজা হোসেন । তার স্ত্রীর আদিবাস বাংলাদেশ । তার একটি ছেলে এবং মেয়ে আছে ।
এতদূর বলার পর তাহলে অনেকেই বুঝতে পেরেছেন যে ইসলামের সাথে থাকলে কেউ তাকে হারাতে পারে না । তাই আমাদেরও উচিত ইসলামের সাথে থাকা ।
আমিন.
এই সেই পোস্ট -https://www.priyotrick.com/article/736119
ট্রিকবিডি সাপোর্ট টিমকে অনুরোধ করছি উনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার জন্য।
https://trickbd.com/uncategorized/736119
এই পোস্টটা সরাসরি কপি করে আপনার ওয়েবসাইটে দিলেন ?
আপনার এই পোস্টটা এবং ট্রিকবিডি এর ম্যাক্সিমাম পোস্ট ওই ওয়েবসাইটে কপি করা। আপনার পোস্ট ও তো দেখছি ওই ওয়েবসাইটে
তাহলে ওয়েবসাইটা কার ?
https://trickbd.com/author/minhaj-sakib
এই পাথরের পোস্ট ও ওই সাইটে কপি করা। পোষ্টের মধ্যে ট্রিকবিডি শব্দ টা ও ডিলিট করে নি একেবারে হুবহু কপি করেছে।