আসসালামু আলাইকুম
সবাই কেমন আছে আশা করি ভালো আছে.!!!
আছকে আমি এমন একটি টেকনিক নিয়ে হাজির হয়েছি তার মাধ্যমে যে কোনো ব্যাক্তির নাম, ঠিকানা, তার মা-বাবা নাম এবং তার ছবি বের করুন ১ মিনিট এ.!!
অনেক সময় প্রয়োজন পড়ে কোনো এক ব্যক্তি নাম, ঠিকানা, তার মা-বাবা নাম এবং তার ছবি ইত্যাদি পরিচয় জানা বা দেখার জন্য। আছকে যে টেকনিকটি নিয়ে এসেছি যার মাধ্যমে কোনো ব্যক্তি পরিচয় জানা বা দেখার জন্য প্রয়োজন পড়েবে যার পরিচয় জানবেন বা দেখবেন তার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার আর জন্ম তারিখ এই দুইটি তথ্য হলে তার সকল পরিচয় যানা যাবে।
প্রথমে এখানে ক্লিক করুন
প্রথমে বিভাগ সিলেষ্ট করুন, তার আপনার জেলা অনুযায়ী অফিস সিলেষ্ট করুন, তার পর লাইসেন্সের ধরণ এ যে কোনো একটা সিলেষ্ট করে দিন, তার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিন এবং পরবর্তী ধাপ এ ক্লিক করুন।
এখন যে ব্যক্তি পরিচয় জানতে বা দেখতে চান তার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার আর জন্ম তারিখ বসে দিয়ে যাচাই এ ক্লিক করুন।
তার পর দেখেন তার সকল পরিচয় বের হয়ে গিয়েছে এবং ছবি সহ.!
আর অফিস অপশনে কি নিজের জেলা থেকেই সিলেক্ট করতে হবে?
নাম্বার কি নিজেরটা দিব?
আর লাইসেন্সের ধরণে তো কোন অপশন দেখলাম না।
প্লিজ জানাবেন!
এতে করে উপকারের থেকে অপকারিতা বেশি হবে।
তাছাড়া ভুলভাল ইনফরমেশন দিয়ে কোন কিছু রেজিস্ট্রেশন করলে যার নামে রেজিস্ট্রেশন হবে তাকে সরকারি ঝামেলার মধ্যে পড়তে হবে।
তবে ভাই আরো কিছু বুঝিয়ে লিখে দিলে ভালো অইতো ?
কারন আরেক জনের তথ্য তো সবসময় পাওয়া সম্ভব না তাই কিছু কিছু ভুল তথ্য দিলে কি কোনো সমস্যা অইতে পারে?
এখান থেকে কি নতুন আইডি কার্ড এর জন্য আবেদন করা যাবে?