আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম glowing text কিভাবে বানাতে হয়। আমরা অনেক গানে দেখি লেখা উঠে সাথে লেখা গুলোও অনেক স্টাইল হয় দেখতেই কেমন জানি একটা ভাবে আসে। এই ভিডিও বানানোর জন্য আমাদের দুইটি অ্যাপস এর প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য আমি লিংক দিয়ে দিবো তো বেশি কথা না বলে শুরু করা যাক।

 

যা যা লাগবে :

১ ) kingmaster and nodevideo দুইটি অ্যাপস লাগবে

২) nodevideo ওপেন করার সময় নেট কানেক্টেড. রাখবেন

 

Kingmaster

Nodevideo

প্রথমে আমরা  kingmasters এ যাবো

তারপর create New project ক্লিক করবো

এখন আমাদের background পিক নেওয়া লাগবে তাই image এ ক্লিক করবো

আপনি আপনার পছন্দের মতো background চয়েস করে নিবেন আমি কালো টা নিলাম

এখন আমাদের মিউজিক বসাতে হবে সেই গানের glowing text করতে চায় সেই গান টা নিবেন

আপনি layer গিয়ে গানের সাথে text গুলো নিবেন

এখন ভিডিওটা export করবো

আপনার মতো রেজোলিউশন করে save ক্লিক করেন

এখন nodevideo তে চলে যাবো

Allow করে দিবেন

 এখন new project এ ক্লিক করবো।

Plus বাটনে ক্লিক করে ভিডিও import করতে হবে। আমরা একটু আগে kingmaster দিয়ে যেই ভিডিও export করলাম সেই ভিডিও এখানে import করবো

এখন media ক্লিক করবো

এখন video তে ক্লিক করবো

এখন plus বাটনে ক্লিক করবো

এখন asset store ক্লিক করবো

আপনি আপনার মতো store চয়েস করে নিবেন

আপনি চাইলে কালার ও পরিবর্তন করতে পারবেন

আবার ও plus – asset store গিয়ে আমি rain drops. টা নিলাম

উপরে দেখতে পাচ্ছেন আমার text blur হয়ে আছে এখন blur ক্লিক করে 0.10 থেকে 0.00 করে দিবো

এখন export ক্লিক করবো

এখন দেখতে পাচ্ছেন আমার project export হচ্ছে।

তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd সাথে থাকবেন। লেখায় কোন ভুল হয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

 

4 thoughts on "How to make glowing text in kinemaster and nodevideo"

  1. Jahid Hasan Contributor says:
    ভালো পোস্ট, চালিয়ে যান!
    1. abir Author Post Creator says:
      Tnx vaiya
  2. Siratunnoby Contributor says:
    অনেক চুথিয়ার মত পোস্ট না দিয়ে এরখম পোস্ট চালিয়ে যাবেন আশা করি। ট্রিকবিডিতে এখন ট্রিকের বদলে জ্ঞান বেশী দেওয়া হয়। এজন্য ঢুগতেও ইচ্ছা করেনা। আশা করি এরখম পার্ট আকারে আরো পাবো।
    ধন্যবাদ।
    1. abir Author Post Creator says:
      Tnx vaiya try korbo

Leave a Reply