Site icon Trickbd.com

জেনে নিন গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন + রিসোর্স

Graphic Design

বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের।

সেই কারণেই অনলাইন থেকে আয় করার অনেকগুলো মাধ্যমের নধ্যে সবথেকে সেরা হলো গ্রাফিক্স ডিজাইন।

তাই অনেকেই এখন গ্রাফিক্স ডিজাইন শেখার পেছনে সময় ব্যয় করছে।

অনেকে ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান,অনেকে অনলাইন বিভিন্ন কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান।

কিন্তু সঠিক রিসোর্স এবং সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য হয়তো শিখতে পারেন না,

মূলত যারা ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্যই আজকের এই পোস্ট।

কারণ এই পোস্টে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা ঘরে বসে সফলভাবে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন,তাও কোন কোর্স করা ছাড়াই।

এই পোস্টে আমি গ্রাফিক্স ডিজাইন শিখার A টু Z প্রসেস আপনাকে বলে দিবো।

তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক

শুরুতেই জেনে নিই গ্রাফিক্স ডিজাইন আসলে কী?

গ্রাফিক্স শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক্স শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল।

গ্রাফিক্স শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ।

ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।

আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন?

বর্তমানে ফ্রিল্যান্সিং বেশিরভাগ সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণটা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় খুব সহজেই কাজ করতে পারবেন।

এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবেন।

হতে পারে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, না হয় লগো ব্যানার পোস্টার ইত্যাদি অথবা অডিও এডিটিং করলেন।

এখন চলুন যেনে নেই গ্রাফিক্স ডিজাইনাররা কী কী কাজ করে?

লোগো ডিজাইন
ব্যানার ডিজাইন
পোস্টার ডিজাইন
কাভার ডিজাইন
ফটো এডিটিং
ভিডিও এডিটিং
অডিও এডিটিং ইত্যাদি।

উপরে যে জিনিস গুলোর নাম বললাম ধরে নিলাম আপনি এই গুলো শিখতে চান বা ডিজাইন করতে চান।

তাহলে সবার আগে কী করতে হবে?
সবার আগে আপনাকে জানতে এই জিনিষ গুলো কী দিয়ে বানায় বা ডিজাইন করে।

আমরা সবাই জানি গ্রাফিক্সের জন্য দুনিয়ার সেরা কোম্পানি এডোবি। তাদের সব কিছুর সফটওয়ার আছে।

যেমন লগো/ব্যানার/ ইত্যাদির জন্য ইলাস্টেটর , ফটো এডটিং এর জন্য ফটোশপ আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট।
এখন তাহলে আপনাকে কী করতে হবে?

সহজ কথা, আপনাকে Adobe সফটওয়ার গুলোর কাজ জানতে হবে। অর্থাৎ যে জিনিস নিয়ে কাজ করতে চান সেই সফটওয়ারের কাজ জানতে হবে।

এখন আমি আপনাকে এডোবির সফটওয়ার গুলোর ডাউনলোড লিংক দিবো সেই সাথে কোথা থেকে শিখবেন সেটা ও বলে দিবো।

১)Adobe Photoshop

আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে সবার আগে ফটোশপ শিখুন।
তাই প্রথমেই Photoshop cc 2020 download করে ফেলুন

Download Link

এখন আসি কোথা থেকে শিখবেন?

1.বাংলা ভাষাতে ফটোশপ শিখতে graphics school এর প্লেলিস্টি ফলো করুন:-

playlist

2.এছাড়াও আপানারা Gfx Mentor এর ভিডিও গুলি দেখতে পারেন আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে।

এখানে উর্দু ভাষায় খুব সহজেই সবকিছু বোঝানো হয়েছে:-

playlist

3.যদি আপনার ইচ্ছে থাকে ফটোশপে মাস্টার হওয়ার
,তাহলে অবশ্যই PiXimperfect এর দুটি প্লেলিস্ট আপনাকে শেষ করতে হবে

Playlist 1

Playlist 2

———————————————————————-

2)Adobe illustrator

প্রথমে Adobe illustrator software টি ডাউনলোড করে ফেলুন
Download Link

বাংলাতে এডোবি ইলাস্টেটর শিখতে আবারো graphics school এর প্লেলিস্টটি দেখা শুরু করে দিন।

playlist

অথবা Gfx Mentor এর ভিডিও গুলি দেখতে পারেন নতুনদের জন্য পারফেক্ট

Playlist
———————————————————————-
3) Adobe premium Pro

 

এবার প্রিমিয়ার প্রো ২০২০ টি ডাউনলোড করে ফেলুন:-

Download Link

 

চোখ বন্ধ করে এখন gfx mentor  এর ভিডিও গুলি শেষ করুন ::

Playlist

———————————————————————-

 

4)Adobe after effect

এখন Adobe after effect ডাউনলোড করে ফেলুন:-

Download Link

 তারপর

gfx mentor tutorial

 

তাছাড়া ও এডোবির আরো অনেক সফটওয়ার আছে যেগুলো ভিবিন্ন কাজে লাগে। আপনি চাইলে সে গুলো শিখতে পারেন আমি নিচে নাম দিলাম।

 

তবে সব চেয়ে জনরপ্রিয় হচ্ছে ফটোশপ/ইলাস্টেটর/প্রিমিয়ার প্রো/ আফটার ইফেক্ট/ লাইট রুম। আর মোবাইলের জন্য ফটোশপ এক্সপ্রেস।

সব সফটওয়ার গুলো অনেক কাজের। যদি আপনি একটি বা দুইটি প্রোফেশনালি শিখতে পারেন তাহলে সেগুলোর উপর প্রচুর কাজ পেয়ে যাবেন।

আপনি যেই সফটওয়ারের কাজ শিখতে চান শুধু ঐ সফটওয়ারের নাম+ ফ্রি টিউটেরিয়াল লিখে গুগলে সার্চ দিবেন। তারপর সব পেয়ে যাবেন। যেমন, ADOBE XD FREE TUTORIAL আর ডাউনলোডের জন্য ADOBE INDESGIN FREE DOWNLOAD ।

নোটঃ 

 

আমি যে সফটওয়ার গুলোর ডাউনলোড দিছি সেগুলো প্রিএক্টিভ করা আছে। নেট অফ করে ইন্সটল করলেই হবে।

 

অনেক ক্ষেত্রে ক্রেক ভার্সন কাজ নাও করতে পারে।সেক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করার অনুরোধ রইলো।

 

 

এখন আসি কিছু কমন প্রশ্নেঃ

গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কেমন পিসি দরকার?

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অব্যশই হাই কনফিগারের পিসি লাগে, তবে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কী নিয়ে কাজ করবেন। যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অব্যশই ভালো গ্রাফিক্স কার্ড লাগবে আর এডোবির প্রতিটি সফটওয়্যারের requirements তারা তাদের সাইটে দিয়ে

রেখেছে।

গ্রাফিক্স ডিজাইনার হতে কতসময় লাগবে?

এই প্রশ্নের উত্তর সম্পুর্ন ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যতদিনে শিখতে লাগাবেন ততদিন লাগবে। তবে শিখার কোন শেষ নাই।

আমার পিসি নাই আমি মোবাইল দিয়ে হতে পারবো গ্রাফিক্স ডিজাইনার?

নাহ পারবেন না, তবে টুকটাক কাজ করার জন্য মোবাইলে canva / pixlab/ photoshop এক্সপ্রেস ব্যাবহার করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলে কোথায় কাজ করবো?

আপনি চাইলে অফলাইনে যে কোন যায়গায় জব করতে পারবেন সেই সাথে ফাইভার। আপওয়ার্ক/ গুরু/ ৯৯ ডিজাইন সহ অনেক সাইটে কাজ করতে পারবেন। নিচে আমি কিছু সাইট দিচ্ছি যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।

 

শেষ কথাঃ যদি উপরের সব কিছু ফলো করে টানা ৩/৪ মাস শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। তবে সবসময় সবার আগে কাজ শিখার চেষ্টা করবেন। ইনকামের চেষ্টা না করে নিয়ত করুন আমি এক মাস বা দুই মাস সময় নিয়ে ফটোশপের কাজ শিখবো। তাহলে দেখবে দ্রুত সফল হয়ে ইনকাম করতে পারবেন।

 

আপনার হাতের স্মার্টফোন’টি শুধু স্টাইলের জন্য নয় বরং আপনার ব্রেইনটাকেও স্মার্ট করার জন্য তৈরী করা হয়েছে তাই Knowledge বাড়াতে আপনার মোবাইল ফোনটিকে ইউটিলাইজ করুন….যদি না করতে পারেন তবে আপনার যতো দামী মোবাইল’ই হউক তা ইউসলেস!!!।।