Site icon Trickbd.com

10 minute school এর ৭ টি কোর্স ইনরোল করুন ফ্রীতে

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

10 minute school বা Robi 10 minute school হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক সংগঠন,

যা আয়মান সাদিক ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন।

10 minute school কে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি।আয়মান সাদিকের লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা, যেখান থেকে মানুষ চাইলে ঘরে বসে থেকে জ্ঞান অর্জন কীতে পারবে।

এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে ও তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ ভিডিও তৈরী করে থাকে।

এই প্রতিষ্ঠান অনুশীলনের জন্য বিভিন্ন ভিডিও নির্মাণ করে। মূলত এই ওয়েবসাইট বা সংগঠনটি বাংলায় ভিডিও নির্মাণ করে থাকে।

এখন মুল টপিকে যাওয়া যাকঃ-

কালকে রাতে আমি 10 minute school এর ওয়েবসাইটে গিয়ে দেখি তাদের ৭ টি কোর্স সম্পূর্ণ ফ্রীতে ইনরোল করার সুযোগ দিচ্ছে যার প্রতিটা কোর্সের মূল্য 4500 টাকা।

যদিও এর আগেও অনেক কোর্স ফ্রীতেই ছিল।তবুও ভাবলাম অনেকেই হয়তো জানে না,তাই আজকের এই পোস্ট।

তো যে কোর্সগুলো ফ্রীতে দেওয়া হচ্ছেঃ-

1.Presentation & Public Speaking

Get rid of your fear of presentation and become a better public speaker and presenter with this free course!

2.CV Writing &Interview
Master the essentials of writing your CV and give your interview preparation a major boost with this free course!

3.Email Writing

Be it for a formal, personal, or business, master the strategies, techniques, and tips & tricks of email writing, with this free course.

4.How to Publish a Book

If you’re thinking about publishing your own book, then this free course is the best guide you can have!

5.Communication Secrets

Learn the secrets of effective communication to excel at your workplace or Extra Curricular Acitivitiess with this free course!

6.আপনি কি লেখক হতে চান?

Discover your potential for writing and let your creativity flourish, with this free course!

7.Training of Teachers

Learn the necessary skills and essentials to teach online more effectively, with this free course!

কোর্স গুলো ফ্রীতে নেওয়ার জন্য অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট করা থাকতে হবে ১০ মিনিট স্কুল এ।

তারপর উপরে দেওয়া কোর্সের লিংক এ ঢুকে ইনরোল করলেই আপনার কাজ শেষ।

এখন ফ্রীতে কোর্স করে নিজের স্কিল বাড়ান।
আর কোর্সের শেষে সার্টিফিকেট তো আছেই।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ