Site icon Trickbd.com

খাঁচার ভিতর অচিন পাখি – রায়হান রাফির পরিচালনায় আরেকটি লিজেন্ডারি মুভির রিভিউ + লিংক

Unnamed

ওয়েব ফিল্ম_খাচার ভিতর অচিন পাখি..

 

প্লাটফর্ম _চরকি

পরিচালক_রায়হান রাফি

অভিনয়ে_ফজলুর রহমান বাবু,তমা মির্জা,সুমন আনোয়ার,মিলি বাশার,নাসির উদ্দিন খান…

 

নো স্পয়লার
ডায়লগ টা ইন্টারেস্টিং নাহ? সম্প্রতি চরকির প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘খাচার ভিতর অচিন পাখি’র ডায়লগ এটি..ডায়লগের সাথে সিরিজটিও বেশ..!
 
একটু থ্রিলার টাইপ যারা পছন্দ করেন, আমার মতো,তারা খুব নিশ্চিন্তে মুভিটি দেখতে পারেন..!
দেশীয় এমন পলিটিক্যাল থ্রিলার এর আগে দেখেছি বলে মনে পড়ছে নাহ,এবং যতদূর যানি এইটাইপের কাজ হয় নাই!
এই ধরনের কাজে যে দিকটা আমাদের দেশের সব থেকে বিরক্ত লাগে,
অভিনয় এবং কাহিনী’র রেশটা ধরে রাখতে না পারা…
 
কিন্তু এই সিরিজটা দেখতে গিয়ে বেশ অবাক হইসি প্রথমত এদের অভিনয় দেখে,তারপরে সিনেমার জায়গাটা দেখে আর সবথেকে বেশি যে জিনিসটা পরে ভাল লাগসে,কাহিনীটা পরিচালক শুরুর দিক থেকে শেষ অব্দি বেশ ভাল ভাবে ধরে রেখেছেন তো বটেই,সাথে শেষের দিকের চমকের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম নাহ..!
এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকে সবার জায়গা থেকে ন্যাচারালি একদম শেষ অব্দি গিয়েছে,তবে অদ্ভুত রকমের ভাল লেগেছে পরিচালক ‘সুমন আনোয়ার’ যখন তাদের সাথে বেশ তাল মিলিয়ে কাজ করে গিয়েছে…!
সিনেমায় দেখা যায় একজন রাজনীতিবিদ এবং একজন সাধারন মানুষের একটি পরিত্যাক্ত কারখানায় আটকে থাকার গল্প,কেন তারা এখানে?
 
কারা এর পিছনে বা গল্প টাই কি এদের কিংবা তারা কি সেই খাচা থেকে বের হতে পেরেছিল,নাকি থেকে যেতে হয়েছিল..?
কি হয়েছিল তাদের শেষ পরিনতি?
যেহেতু ফিল্মটি চলছে এবং একদম নতুন সেক্ষেত্রে রিভিউ তে আর কিছু বলবো নাহ,আমাদের দেশীয় এত সাধারন,সুন্দর একটি কাজ আমার মনে হয় প্রত্যেকটি সিনেমাপ্রেমীর দেখা উচিত…
 

Download Link: Click Here