আসসালামু আলাইকুম বন্ধুরা,

 

কেমন আছেন সবাই?

 

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

 

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

 

আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কোনো ইমেজ থেকে টেক্সট কপি করার প্রয়োজন হয়।

,যেমন:- আর্টিকেল লেখা,কোন গুরুত্বপূর্ণ কথা নোট করা ইত্যাদি ইত্যাদি।

 

কিন্তু এই সহজ কাজটাই অনেকে অনেক কঠিন ভাবে করে থাকে,আর অনেকে তো এই কাজটি করতেই জানে না।

 

তাই আজকে আমি আপনাদের শেখাবো কম্পিউটার/ল্যাপটপের সাহায্যে ক্রোম ব্রাউজার ব্যাবহার করে কিভাবে খুব সহজে কোনো ছবি থেকে লেখা কপি করা যায়।

 

তো চলুন শুরু করা যাকঃ-

 

যেহেতু আমরা ক্রোম ব্রাউজার ব্যাবহার করে কাজটি করবো,তো অবশ্যই আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবো।

 

আগে আপনারা দেখে নিন যে ব্রাউজারে ইমেজ থেকে টেক্সট কপি করা নরমালি সম্ভব নয়।

 

 

তো এবার সময় হয়েছে আমাদের ট্রিক এপ্লাই করার পালা।

 

এর জন্য আপনাদের বেশি করতে হবে না,

 

শুধু ব্রাউজারে গিয়ে Project Naptha লিখে সার্চ দিন।

 

 

 

তারপর extension টি আপনার ক্রোম ব্রাউজারে এড করে ফেলুন

 

 

 

এরপর কম্পিউটার/ল্যাপটপটি একবার Restart করুন।

 

এরপর দেখুন ম্যাজিক

 

 

 

 

তো আজকের জন্য এইটুকুই,যদি আমার পোস্ট টি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না।

 

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

 

আল্লাহ হাফেজ

 

 

 

 

2 thoughts on "কম্পিউটার/ল্যাপটপে ক্রোম ব্রাউজারের সাহায্যে যেকোনো ইমেজ থেকে লেখা কপি করুন সহজেই"

  1. Astar TECH Author says:
    Abcdefghijklmnopqrstwxyz
    1. Ys Abubokor Contributor says:
      Wtf?

Leave a Reply