- আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Google driver or onedrive এর বিকল্প drive । যার নাম Degoo drive যাতে থাকছে 100 GB cloud storage।নতুন একটা ফিচার ও আছে যেটা আমার খুব ভালো লাগছে ।
প্রথমে আমরা চলে যাবো প্লে স্টোরে।
এখন সার্চ করবো Degoo তারপর প্রথম অ্যাপসটি ডাউনলোড করবেন।
এখন ইনস্টল করে ওপেন করবেন।
এখন আমরা নতুন account তৈরি করবো। চাইলে আপনি আপনার ফোনে যেই মেইল add আছে সেটা দিয়েও করতে পারবেন। এবং নতুন মেইল দিয়ে ও করতে পারবেন। উপরে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে Sign Up ক্লিক করবো।
এখন কিছু পারমিশন চাইবে আপনার ইচ্ছে মতো নিয়ে নিবেন।
এখন আমরা gallery তে চলে যাবো ছবি আপলোড করার জন্য।
এখন প্লাস বাটনে ক্লিক করবো।
এখন আপনি চাইলে upload files ক্লিক করে আপলোড করতে পারবেন। চাইলে আপনি upload file to tap secret ফাইলে আপলোড করতে পারবেন। কিন্তু secret ফাইলে আপলোড করতে হলে আপনাকে pay করতে হবে। তাই আমি বলবো upload file ছবি ভিডিও আপলোড করতে।
দেখতে পাচ্ছেন আমার ছবি আপলোড হচ্ছে ।
দেখতে পাচ্ছেন আমার ছবি গুলো আপলোড হয়ে গেছে।
আমরা এখন menu গিয়ে settings চলে যাবো ।
আমরা যারা ডাটা ব্যবহার করি তারা এই অপশনটা off করে দিবো। যদি off না করি তাহলে ডাটা দিয়ে ছবি ভিডিও আপলোড হবে না।
নতুন ফিচার হচ্ছে অ্যাপসটি নিজস্ব লক করা সিস্টেম রাখছে। যাতে আপনি ছাড়া অন্য কেউ access নিতে পারবে না।
আশা করছি নেস্ট পোস্টটা আরো বেটার একটা অ্যাপস শেয়ার করবো ভালো থাকবেন ।লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।