Site icon Trickbd.com

ব্রণ দূর করুন ঘরোয়া উপায়ে । নিয়ে নিন ব্রণের সমস্যায় স্থায়ী সমাধান ।

Unnamed

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন । আমি আজকে একটু বেশিই ভালো আছি কারণ, গত ১ সপ্তাহের মধ্যেই আমার চেহারার সব ব্রণ শেষ হয়ে গেছে ।

আর সেই খুশিতেই আমার আজকের এই পোষ্টটি করলাম ।

আমার চেহারার সব ব্রণ কিভাবে শেষ করেছি আজ আমি আপনাদের সেটাই শেয়ার করতে চলেছি ।

আমার চেহারায় অনেকদিন যাবতই অনেক ব্রণ ছিল যা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম এমনকি এটার জন্য কোথাও বেড়াতে গেলেও অনেকটা অন্যরকম অনুভব করতাম । আমি অনেক ঔষধ+ফেইস ক্রিম+ ফেইসওয়াস ব্যাবহার করেছি, কিন্তু = ফলাফল ‘০'(কোনো উপকারিতা পাইনি) ।

কিন্তু এখন যে আমি এই ব্রণের ঝামেলা থেকে মুক্ত হয়েছি , সেটা কিভাবে করলাম সেটা জানাতে চলেছি । এর জন্য আপনাদের তেমন টাকা খরচ হবেনা অর্থাৎ আমি যে উপায়গুলি জানাতে চলেছি সেগুলো একদম ঘরোয়া উপকরণ দিয়েই করা যাবে ।

so let’s start

১….শসা

শসায় আছে ভিটামিন এ, সি এবং ই। আর এই ভিটামিনগুলো ব্রণ দূর করতে বেশ কার্যকর ।

শসা মিহি করে সামান্য
পানিতে মিশিয়ে পেস্ট
তৈরি করেতে হবে।
পেস্টটি পুরো মুখে বিশেষ
করে ব্রণের উপর লাগিয়ে
অপেক্ষা করতে হবে। ত্বকে
মিশ্রণটি শুকিয়ে গেলে
ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে

ফেলতে হবে …….।

২…ডিমের সাদা অংশ

তিনটি ডিমের সাদা অংশ
আলাদা করে ভালোভাবে
ফেটে নিন, যেন ঘন ফোম
তৈরি হয়। ত্বক ভালোভাবে
পরিষ্কার করে ডিমের ফোম লাগিয়ে নিতে হবে।

প্রথমবারের পর মিশ্রণ
শুকিয়ে গেলে আবারও আরেক মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এভাবে চারটি ধাপে মিশ্রণ লাগাতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে
শুকিয়ে যাওয়ার পর
ভালোভাবে ধুয়ে ফেলুন ।

৩…পেঁপে

পেঁপে ভালোভাবে ব্লেন্ড
করে পেঁপের পেস্ট তৈরি
করুন। মাস্কটি ত্বকে মেখে
শুকিয়ে যাওয়া পর্যন্ত
অপেক্ষা করতে হবে ।

২০ মিনিট অপেক্ষার পর
পুরোপুরি শুকিযে গেলে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ।

শেষ কথা

আমার দেয়া উপরের সকল উপায়গুলোই কার্যকরি ।

আশা করি পোষ্টটি আপনাদের খুবই ভালো লেগেছে ।

পোষ্টটে কোনো ভুল থেকে থাকলে দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন । আমি ভুলটি ঠিক করে দেব ।

আজ এপর্যন্তই ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং
TRICKBD এর সাথেই থাকবেন ।

এই আশাতে সবাইকে নমষ্কার জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি ।

নমষ্কার