ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়।

নিচের ধাপগুলো অনুসরণ করে নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরী করতে পার।

১। প্রথমে Google Chrome বা Mozilla Firefox ওয়েব ব্রাউজার ব্যবহার করে https://discord.com/register লিংকটি ওপেন করতে হবে। এই ফর্মে তোমার ইমেইল অ্যাকউন্ট, একটি পছন্দের ইউজারনেম, একটি পাসওয়ার্ড ইত্যাদি লিখতে হবে।

image2

 

২। ফর্মটি পূরণ করে Continue বাটনে প্রেস করতে হবে।

image3

 

৩। এরপর একটি মেন্যু আসবে। এখানে Get started দিয়ে Set up করতে পারো বা আপাতত Skip দিয়ে পরের ধাপে যেতে পারো।

image5

 

৪। এরপর একটি Captcha আসবে। সাদা বক্সে ক্লিক করে সেটা পূরণ করতে হবে।

image4

 

৫। তোমাকে একটি Verification mail পাঠানো হবে। যে ইমেইল এড্রেস দিয়েছিলে, সেখানে Discord থেকে আসা মেইলটি ওপেন করতে হবে।

image1

 

৬। Verify Email এ ক্লিক করতে হবে।

image6

 

৭। এরপর আরেকটি Captcha আসতে পারে। এটি পূরণ করলেই একাউন্ট খোলা হয়ে যাবে।

image7

Thanks

Tipsbdnet.ga
Join telegram channel  

5 thoughts on "How to open Discord account?"

  1. Saimun Rassul Contributor says:
    Discord server ki kaje lage?
    1. Deepraj Author Post Creator says:
      You can chat,Crete chatbot, join channel and many other things
  2. Bokul Contributor says:
    এইত অবস্থা এখন ট্রিকবিডি অথোর দের। পুরাতন দের বাদ দিয়ে এদের নিয়েছে ডিস্কোড একাউন্ট খোলা শেখাতে

Leave a Reply