আসসালামু আলাইকুম,
এই পোস্টে আমি ৫টি বাংলা ফন্ট ও ৫টি ইংলিশ ফন্ট ডাউনলোডের ওয়েবসাইটের কথা বলেছি। আপনারা যারা ফন্ট দিয়ে ডিজাইন করতে বা বিভিন্ন কাজে ব্যবহার করেন তাদের জন্যে আশা করছি এই পোস্টটি কাজে দিবে।
BANGLA FONT DOWNLOADING WEBSITES :
বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইটের সংখ্যা খুবই কম। যে কয়টা কমন মানে সবাই ব্যবহার করে সেগুলোর নামই এখানে বলছি।
৫) https://banglafreefonts.xyz/amp
এই ওয়েবসাইটটিতে ছবির মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেক ফন্ট কেমন দেখতে। আর ডাউনলোড করতেও খুব একটা সমস্যা হয় না।
আপনি ব্যবহার করে দেখতে পারেন।
৪) https://bengalifonts.net
খুবই সাধারন আর সাদামাটা ডিজাইনে ওয়েবসাইটটি তৈরী করা। আর খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের ফন্টটি। তাছাড়া এখানে মোটামুটি ভালোই কালেকশন আছে ফন্টের।
৩) https://www.omicronlab.com/bangla-fonts.html
এই ওয়েবসাইটে ফন্টের সংখ্যা খুব বেশি না। কিন্তু যেগুলো আছে সেগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
২) https://okkhor52.com
এই ওয়েবসাইটটি আসলে লিপিঘরেরই তৈরি। লিপিঘর আর অক্ষর৫২ এই দুই ওয়েবসাইটটি আপনি ভিজিট করলেই বুঝতে পারবেন আমি কেন এই দূটি ওয়েবসাইটকে ২ আর ১ নাম্বারে রেখেছি।
১) https://lipighor.com
দুটি ওয়েবসাইটেই অনেক ভালো ভালো ফন্টের কালেকশন আছে। আশা করছি আপনাকে হতাশ করবে না।
এ পর্যন্তই। আপনি ওয়েবসাইটগুলোতে ভিসিট করে দেখলেই সব বুঝতে পারবেন। আশা করছি আর কিছু বলতে হবে না।
ENGLISH FONT DOWNLOADING WEBSITES :
৫) http://www.1001fonts.com
নাম শুনে আফসোস করবেন না। যদিও ১০০১ ফন্ট নাম দেওয়া। কিন্তু আপনি এর চেয়েও অনেক বেশি ফন্টের কালেকশন এখানে পাবেন।
কতটি? ৯০০০+ font এর huge collection আছে এই ওয়েবসাইটের।
ভালো ফন্ট পেতে চাইলে এই ওয়েবসাইটটি আপনাকে একবার ভিসিট করে দেখতেই হবে।
৪) https://www.abstractfonts.com
এই ওয়েবসাইটটিতে অনেক high quality তে ভালো ভালো ফন্ট পাবেন। বেশিরভাগ ফন্টগুলোই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। শুধু লাইসেন্স গুলো আগে পড়ে দেখে নিবেন। অনেক সুন্দর করে ক্যাটেগরিতে আলাদা আলাদা থিম এর ফন্ট গুলো সাজানো আছে। খুব সহজেই খুজে পেতে পারেন।
৩) https://www.fontspace.com
এই সাইটটিতে 32,000 টিরও বেশি বিনামূল্যের ফন্টের একটি বিশাল সংগ্রহ রয়েছে৷
আপনি আপনার ব্যক্তিগত প্রকল্পের জন্য ব্যবহার করার জন্য প্রচুর বিনামূল্যের ফন্ট খুঁজে পেতে FontSpace ব্যবহার করতে পারেন।
২) https://fonts.google.com
Google Fonts কে ২য় স্থানে রাখার পিছনে কারন রয়েছে। এর সবচেয়ে ভালো দিক হল গুগল ফন্টের সব ফন্ট ওপেন সোর্স। আপনি আপনার পছন্দ মত তাদের ব্যবহার করতে পারেন। আর এখানে ৮০০ টিরও বেশি ফন্টের কালেকশন আছে।
১) https://www.dafont.com
আমার দেখা সেরা ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইট। এতে যে পরিমানে ফন্ট আছে তা গুনে শেষ করা যাবে না একদিনে! বিশাল কালেকশন আর অনেক সহজ ডাউনলোড করা। এর একটি বৈশিষ্ট্য হলো এর বিভাগ সিস্টেম যা কে আলাদা করে তোলে অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে । যা আপনাকে হরর-থিমযুক্ত ফন্ট, ভিডিও গেম ফন্ট, ভ্যালেন্টাইন থিমযুক্ত ফন্ট এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন থিমের উপর ভিত্তি করে এর ফন্ট সংগ্রহ ব্রাউজ করতে দেয়। অন্যান্য ওয়েবসাইট থেকে আমার কাছে সবচেয়ে বেশি এই ওয়েবসাইটটি ভালো লেগেছে। তাই আমি একে ১ নাম্বারে স্থান দিয়েছি।
বিঃদ্রঃ প্রত্যেক ওয়েবসাইটেরই সকল ফন্টই ফ্রি বা কমার্সিয়ালি ব্যবহার করার জন্যে নয়। কমার্সিয়ালি ব্যবহার করার জন্যে আপনাকে লাইসেন্স নিতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম৷ যেমনঃ অনেক ফন্টই আছে যেগুলো আপনি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। আবার অনেক ফন্ট ব্যবহারের পূর্বে আপনাকে শর্তগুলো পড়ে বুঝে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি ফন্টগুলো ব্যক্তিগত ব্যবহারে সমর্থন দেয়। তাই ব্যক্তিগত ব্যবহার করা ছাড়া অন্য কোনো ভাবে ব্যবহার করার পূর্বে নির্দেশনা গুলো পড়ে নিবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..