Site icon Trickbd.com

ফ্রিতে হবে ইমেইল স্পুফিং, শুধুমাত্র শিক্ষাগত প্রয়োগ

ফ্রিতে হবে ইমেইল স্পুফিং, শুধুমাত্র শিক্ষাগত প্রয়োগ

 

আজকের এই পোস্টে আমি দেখাব কিভাবে স্পেমাররা ইমেইল স্পুফিং করে থাকে এবং অনের জিমেইল হযাক না করেই তার জিমেইল ঠিকানা থেকে আপনার জিমেইল এ মেইল পাঠায়।

 

মূলত বিভিন্ন ভাবে এই মেইল স্পুফিং সম্ভব, হতে পারে তা PHP দিয়ে কিংবা পাইথন দিয়ে বা অন্য

ভাবে। আজকে ডেমো দেখাব কিভাবে একটি সাইট দিয়ে ইমেইল স্পুফিং করা যেতে পারে।

আমি এই লিংক এর সাইটে প্রবেশ করে খালি জায়গায় দরকারি তথ্য

দিয়ে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই মেইল সেন্ড হয়ে যাবে আপনার কাংখিত মেইল থিকানায়।

 

নিচে স্ক্রিনশট দিয়ে সব দেখান হয়েছে

 

 

 

যাস্ট  এখানের খালি ফিল্ড গুলোতে দরকারি তথ্য দিয়ে আপ[অনি সেন্ড বাটনে ক্লিক করলে মেইল চলে যাবে। আমি একটি ডেমু মেইলে মেইল সেন্ড করে দেখাচ্ছি।

 

 

 

 

দেখুন সাথে সাথে মেইল চলে গিয়েছে।

 

মূলচ এভাবেই স্পেমাররা অনযের মেইল থেকে আপনার মেইলে ফেইক ইমেইল সেন্ড করে আপনাকে বিভ্রান্ত করতে পারে।

এইও পোস্ট শুধুমাত্র সাধারণ জ্ঞানের জনয দেওয়া হয়েছে। ট্রিকবিডি কিংবা আমি এর জন কোনো দায়ভার নিব না।

 

 

 

 

Exit mobile version