আসসালামু আলাইকুম।
বরাবরের মতো আমি আজকেইও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।
বিস্তারিত পোস্টঃ
2. তারপর আপনারা সেটিং হতে General এ যাবেন।
3. তারপর Accessibility তে যান।
4. তারপর আপনি Accessibility তে অনেক অপশন দেখতে পারবেন। তার মধ্যে আপনারা LED flash for Alerts অপশনটি দেখতে পারবেন ওটাতে ক্লিক করুন।
5. তারপর আপনারা LED flash for Alerts অপশনটি on করে দিন। এবং দ্বিতীয় অপশন অর্থাৎ Flash on Silent এই অপশন টিও অন করে দিন।
আর এইভাবেই আপনারা ফ্লাশ নোটিফিকেশন অপশনটি চালু করতে পারবেন। আর এই অপশনটি চালু হওয়ার পর এখন যদি কোনো কল বা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন আসে তাহলে iPhone টি আপনাকে ফ্লাস দিয়ে জানিয়ে দিবে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।