Site icon Trickbd.com

দেখে নিন, কিভাবে বাড়িতে বসে 20000 mAh শক্তি সম্পর্ণ power bank তৈরী করবেন তাও আবার অল্প খরচের মাধ্যমে। বিস্তারিত পোস্টে।

Unnamed

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে একটি রিচার্জএবেল পাওয়ার ব্যাংক তৈরী করবেন?

বিস্তারিত পোস্টঃ

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ে একটি power bank তৈরী করবেন, তাও আবার অল্প খরচের মাধ্যমে। তো বেশি কথা না বলে চলুন সরাসরি পোস্টে চলে যাওয়া যাক।
power bank তৈরীর ডায়াগ্রাম দেখে নিনঃ

★ প্রথমেই পাওয়ার ব্যাংক তৈরী করার জন্য আপনার কিছু উপকরণ লাগবে যেগুলো নিচে দেওয়া হলো।
1. যেকোনো ৯ ভোল্টের ব্যাটারি।

2. IC 7805 রেগুলেটর। (যেকোনো ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন)


3. সোলডিং আইরন বা তাতাল।


4. টেপ।

5. কিছু চিকন তার। (মোটা তার হলে লাগাতে সমস্যা হতে পারে)

6. USB PORT


7. রোধক।

8. CA-44 mobile port ( নোকিয়া মোবাইল পোর্ট)


→আরও সাধারণ কিছু লাগতে পারে যেমন কেঁচে, খালি কৌঁটা ইত্যাদি।

কার্যপদ্ধতিঃ

★ প্রথমেই আপনাকে তাতল দিয়ে ব্যাটারির দুই প্রান্তে দুইটা তার লাগাতে হবে। আপনি ব্যাটারির (+) এ লাল তার এবং (-) এ কালো তার লাগাতে পারেন।
তার লাগানো শেষে নিচের চিত্রের মতো ব্যাটারির (+) ও (-) তার গুলো Ic 7805 এর সাথে লাগান।


★ লাগানো হয়ে গেলে IC 7805 রেগুলেটরের সাথে আবার দুইটা তার লাগতে হবে। আপনারা নিচের চিত্রের মতো করে দুইটা তার লাগান। এবং এই দুইটা তারই usb পোর্টের সাথে লাগাতে হবে।

উপরের চিত্রের মতো করে তার লাগাবেন। আর মনে রাখবেন ic 7805 এর মাঝখানের দন্ডের সাথে অর্থাৎ কালো তারের সাথে একটি register বা রোধক লাগাতে হবে।
তো এইভাবেই পাওয়ার ব্যাংক বানানো হয়ে গেল। আপনি এবার usb port টা আপনার মোবাইলের ভিতর দিন তাহলে দেখবেন চার্জ হচ্ছে।

★ এবার দেখাবো কিভাবে power bank কে চার্জ দিবেন। তো নিচের মতো করে 9v ব্যাটারির সাথে দুইটি তার আবার লাগান এবং তার দুইটা গোলাকার পোর্টের ফিমেইলের সাথে লাগান। ঠিক নিচের চিত্রের মতো।


এইবার আপনি সবগুলো তার তাতাল দিয়ে ভালো ভালো লাগান। এবং ব্যাটারি সহ সকল ইলিমেন্টকে একটি খালি কৌঁটার মধ্যে রাখুন।
এটা কিভাবে ব্যবহার করবেনঃ
Ca-44 পোর্ট দিয়ে আপনি পাওয়ার ব্যাটারিকে চার্জ দিবেন। আর usp পোর্ট দিয়ে আপনার মোবাইলকে চার্জ দিবেন।

তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে।