Site icon Trickbd.com

জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি কত সেটা অনলাইনে কিভাবে চেক করবেন এবং যাদের সংশোধন পেন্ডিং আছে তাদের করণীয় সম্পর্কে জেনে নিন

আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না যে বর্তমানে জাতীয় পরিচয়পত্র অনলাইনেই সংশোধন করা যায়। অনলাইনে সামান্য কিছু ফি দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রটি সহজেই সংশোধন করে নিতে পারবেন।

আর যারা সংশোধনের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো সংশোধন হয়নি, তাদের জন্য কিছু কথা পোস্ট এর শেষে বলব। এছাড়া পোষ্টের শেষে কিছু সতর্কতা সম্পর্কেও আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক..

• জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি কিভাবে অনলাইনে চেক করবেন:
প্রথম ধাপ: প্রথমে আপনাকে এই লিংকে (https://services.nidw.gov.bd/nid-pub/fees) যেতে হবে। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন…

 

দ্বিতীয় ধাপ: এই পেজে আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা (যেটা সংশোধন করতে চান) দিবেন…

তৃতীয় ধাপ: তারপর আপনি আপনার আবেদন এর ধরন সিলেক্ট করুন। আপনার যদি পরিচয় পত্রের তথ্য সংশোধন করতে হয়, সেক্ষেত্রে “জাতীয় পরিচয়পত্র সংশোধন” সিলেক্ট করুন। আর যদি অন্যান্য তথ্য সংশোধন করতে হয়, সেক্ষেত্রে “অন্যান্য তথ্য সংশোধন” সিলেক্ট করুন। আর যদি দুইটাই সংশোধন করতে হয়, সেক্ষেত্রে ৩ নম্বর অপশনটা সিলেক্ট করুন…

 

চতুর্থ ধাপ: তারপর আপনি আপনার বিতরণের ধরন সিলেক্ট করুন। আপনার জাতীয় পরিচয় পত্রটি যদি সাধারণ হয়, সেক্ষেত্রে “সাধারণ” সিলেক্ট করুন। আর আপনার জাতীয় পরিচয় পত্র যদি স্মার্ট আইডি কার্ড হয়, সেক্ষেত্রে “সাধারণ স্মার্ট কার্ড” সিলেক্ট করুন।

তারপর ছবিতে যা লেখা আছে তা নিচের বক্সে লিখে দিন…

 

এরপর “হিসাব করুন” এ ক্লিক করলেই আপনার কত টাকা সংশোধন আবেদন খরচ লাগবে, সেটা দেখিয়ে দিবে। আবেদন ফি আপনারা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক চালানের মাধ্যমে দিতে পারবেন।

 

 

• যারা সংশোধনের আবেদন করেছেন কিন্তু পেন্ডিং আছে:
যারা সংশোধনের জন্য আবেদন করেছেন, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখনো আপনাদের আবেদন পেন্ডিং আছে, তারা আবেদনের প্রিন্ট কপি এবং আপনার জাতীয় পরিচয় পত্র এবং যেসব কাগজপত্রের স্ক্যান কপি আপনি আপলোড করেছেন ওই কাগজপত্র সহকারে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে চলে যাযন।

সেখানে গেলে আপনার এই সমস্যার সমাধান সুন্দর ভাবে তারা করে দিবে।

• সাবধানতা:
অনেকেই এই ধরনের সংশোধন করার জন্য বিভিন্ন ধরনের দালালের সাহায্য নেয়। আমি আমার জাতীয় পরিচয় পত্রের সংশোধন আবেদন করার পরে, উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সুন্দরভাবে সমাধান পেয়েছি। কোন দালালের সাহায্য নিতে হয়নি। তাই আমি বলবো কোন দালালের ফাঁদে পড়তে যাবেন না।

এছাড়া অনলাইনে উল্টাপাল্টা কোন মানুষের কাছে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দিবেন না। তারা আপনার এই তথ্যগুলো বেআইনি জায়গায় ব্যবহার করতে পারে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram এর সুবিধা এবং অসুবিধা What is virtual Ram in Bangla

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা What is esim in Bengla