Hello trickbd users!

আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মত আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে।

 

দেশীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ সকলের কাছেই পরিচিত। তারা তাদের প্রচারণার স্বার্থে সবসময় নতুন নতুন অফার দেওয়ার চেষ্টা করে। তো আজকে হাজির হয়েছি বিকাশ এরই একটা নতুন অফার নিয়ে।

 

বিকাশ এর এই অফার এ যেকোনো বিকাশ ব্যাবহার কারি বিকাশ অ্যাপ থেকে নিজ নম্বর এ 15 টাকা রিচার্জ করলেই পাবেন 10 taka Cashback। Cashback পরবর্তী কার্যদিবস এর মধ্যে পাবেন। এমন বলা হলেও অনেকে এর আগেই পাচ্ছেন। অফারটি শুধু মাত্র একজন বিকাশ গ্রাহক তার নম্বর এ একবারই নিতে পারবেন।

 

বিস্তারিত প্রুফ লাইভ চ্যাট এর –

 

অফারটি আজকে 17/03/2022 থেকে 19/03/2022

পর্যন্ত কার্যকর থাকবে। আশা করি আপনারা সবাই নিতে পারবেন।

তো আজকের পোস্ট এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা অফারটি পাবেন তারা অবশ্যই কমেন্ট এ জানাবেন এবং এই পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে share করবেন। ধন্যবাদ।

 

10 thoughts on "বিকাশ থেকে নিয়ে নিন 15 টাকা রিচার্জ এ 10 taka ক্যাশব্যাক। অফারটি সকলে পাবেন।"

  1. Avatar photo RJ Sohel Contributor says:
    Aita free cashback kmne??
    Title thik koren
    1. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      Okay ?
  2. Avatar photo ishan Contributor says:
    আমার বিকাশ অ্যাপে তো এরকম মেসেজ আসে নাই?
    আমি কি এই অফার পাবো??
    1. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      ভাই। আপনি কি পোস্ট ঠিক মত পড়েছিলেন। টাইটেল এ লিখলাম সবার জন্যে। লাইভ চ্যাট এর স্ক্রীনশট দিলাম, ক্যাশব্যাক এর প্রুফ দিলাম। এর পরেও আপনার সন্দেহ যায় না। ইচ্ছা না হলে নিবেন না। আর এই emoji ? দিয়ে কি বুঝাতে চান?
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ ?
  4. Avatar photo Ultimate Arzu Contributor says:
    vai, offer cholbe 17, 18 r 19 tarikh. tar moddhe 1i r 19 tarikh shorkari suty. tahole ki aj(shukrobar) recharge korle cashback pabona?
    1. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      হ্যাঁ, পাবেন।
  5. BORNO Contributor says:
    আজ ও কিল তো হবে না
  6. Avatar photo Mahmudullah Contributor says:
    Nite parlam na ?
    1. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      সমস্যা নাই। আবার অফার থাকলে জানাবো। আর নগদ একাউন্ট খোলেন। নগদ একাউন্ট এ মাঝেই অফার দেই। মাসে প্রায় 4/5 বার।

Leave a Reply