Site icon Trickbd.com

সাবধান!! সতর্কতামূলক পোস্ট!!

Unnamed

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

কেমন আছেন।

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন।

বরাবরের মতো আজকেও চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে।

আজকের প্রশ্নের কোনো বিষয়বস্তু হলো সকলকে সাবধান করার জন্য।

তাই পোস্টটি সকলে মনোযোগ দিয়ে পড়বেন।

বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে, অথবা

আমাদের সকলকে ইনবক্সে জানানো যাচ্ছে, এনআইডি কার্ড

ছাড়াই বিকাশ ,রকেট ,নগদ ,উপায়, একাউন্ট করে দেওয়া হবে।

আমরা অনেকেই এই ফাঁদে পা দিয়ে আমাদের ব্যক্তিগত

মোবাইল নাম্বার, শেয়ার করে দিচ্ছি প্রতারকদের হাতে।

তারা যদিও আমাদের এইসব নাম্বারগুলোতে একাউন্ট করে দেয়,,

কিন্তু এগুলো সবগুলো অন্যের এনআইডি কার্ড দিয়ে তৈরি করা হয়,,

এর ফলে এটা অনেকটা বিপদজনক একটা বিষয়।

যেকোনো সময়ে আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

এমনকি এসবের জন্য আপনার জেল জরিমানা হতে পারে।

তাই সকলে সাবধান থাকবেন।

আর কখনো এভাবে কাউকে নাম্বার শেয়ার করবেন না।

এর ফলে আপনি নিজে বিপদে পড়বেন এবং অনেক ক্ষতির সম্মুখীন হবেন।

যদি এরকম কোন এসএমএস বা টেক্সট পেয়ে থাকেন কারো

কাসে তাহলে সাথে সাথে সেই ব্যক্তিকে

ফেসবুক থেকে ব্লক করে দিবেন, অথবা যদি কোন গ্রুপ থেকে

এরকম কোন তথ্য পান তাহলে সেই গ্রুপে রিপোর্ট করে দিবেন

সুতরাং নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।

ধন্যবাদ সবাইকে,, trickbd এর সাথেই থাকুন।

ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Exit mobile version