আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলে ভালো

আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে

আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পোস্ট।

তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট।

“BTS”

বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং জিনিস হল বিটিএস।

আশা করি আমরা সকলেই এই নামটি শুনেছি,

কিন্তু আমরা জানি না বিটিএস আসলে কি

BTS হচ্ছে কোরিয়ান একটি ব্যান্ড।

এই পপ ব্যান্ড কোরিয়া নামক রাষ্ট্র থেকে পরিচালিত হয়।

এই বিটিএস ব্যান্ড প্রধাণত গান তৈরি করে এবং গান

পরিচালিত করে পুরো বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে।

বিশেষ করে বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ-তরুণীরা

বিটিএসের অনেক বড় ভক্ত।

মূলত এটি একটি আসক্তিতে পরিণত হয়েছে।

বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মেয়েরা বিটিএসের এত বড়

ভক্ত যে, তারা ফেসবুকে তাদের ছবি প্রোফাইলে দিয়ে থাকে।

কি এমন আছে এই BTS এর মধ্যে যার ফলে এত বেশি হাইপ

BTS ফ্যান দের মতে তারা নাকি বিটিএস আর্মি

কিন্তু BTS জিনিসটা এতটাই আশক্তি লাভ করেছে

যার ফলে তারা উশৃংখল হয়ে যাচ্ছে

এদের মধ্যে বিভিন্ন দিক লক্ষ্য করা গেছে,

✅ পড়াশোনায় অমনোযোগী।

✅ সারাদিন কোরিয়ান সিরিজ দেখা

✅ বিটিএস এর জন্য মা-বাবার সাথে খারাপ ব্যবহার

✅ বিটিএস এর গান শোনা

✅ বিটিএস এর জন্য কোরিয়াতে যাওয়ার স্বপ্ন দেখা

✅সমকামী হওয়ার প্রবণতা

। অনেক
কিছু

আমাদের ইসলাম ধর্মে সমকামিতাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

আর BTS রা গে।

তাদের বিভিন্ন উশৃংখল আচরণের জন্য তারা সমালোচিত হয়

আর মূলত তারা সবাই সমকামী

তারা বিভিন্ন উশৃংখল কাজকর্ম করে

এটি সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধে

সুতরাং যারা বিটি এস পছন্দ করেন,, আজকে থেকেই ছেড়ে দেন

না হলে গুনাগার হবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট।

ভুলত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন

আল্লাহ হাফেজ।

18 thoughts on "BTS কেনো নিষিদ্ধ!!"

  1. Promit Contributor says:
    I am also a BTS hater because of their army. They are too much devoted to them. Extra is harmful. But you have given wrong information about them. They are not gay but they supports them. They make songs nothing harmful. They also help people and plants trees which is helpful though. You and I haven’t any sympathy for BTS, but you should provide what is correct information. You may say they acts and look like more than a girl, I also feel this.
  2. Avatar photo Sumon Tarafder Contributor says:
    আগামাতা কিছুই বুজলাম না। বিস্তারিত বললেন না। আর কোন দেশে নিষিদ্ধ হয়েছে। কেন নিষিদ্ধ হয়সে এটা বললেন না। এই পোস্ট না করলেও হত। BTS সম্পর্কে মটামটি সবাই জানে। BTS দের নিয়ে কেন কথা বলেন ওরা ত ইলুমিনাতি। আর ফ্রি ফায়ার এও কলাবরশন করেসে। এক কথায় এইগুলা পোস্ট করাও হারাম।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Dhonnobad ?
  3. Avatar photo Leo Nazmul Contributor says:
    And good post
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ??
  4. Avatar photo RIXBOYRINKU Contributor says:
    Good post ?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Dhonnobad ?
  5. Avatar photo Torikulking Contributor says:
    সুন্দর পোস্ট করেছেন এবং আমি আজকে জানতে পারলাম। বিটিএস কি, অনেকে বলতে শুনেছি।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Ji dhonnobad ? apnake apnar motamot prokash er jonno
  6. Avatar photo Jakir Hossain Contributor says:
    এটা ব্র্যান্ড নয়, ব্যান্ড। ব্র্যান্ড আর ব্যান্ড আলাদা জিনিস।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      type mistake hoise ? ,, thank you vul ta dhoriye Dewar jonno
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Dhonnobad ?
  7. Rahat Contributor says:
    তাদের সম্পর্কে আপনার কোনো ধারনায় নেই । হ্যাঁ এইটা ঠিক বলছেন বাংলাদেশে কিছু আবাল ভক্ত (প্রতিবন্ধী) আছে যাদের বিভিন্ন কাজের জন্য মানুষ BTS এর ব্যাপারে কিছু না জেনেই অনেক কথা বলে হেট করে। আর উপরে যে গে এর পিক দিছেন ওরা BTS এর সদস্যা না । জাপানিস , চাইনিস , কোরিয়ান যে কোনো কাউরেই মানুষ BTS মনে করে । আর তারা একটা পরিবারের মতো ছোট একটা কম্পানি থেকে তাদের একসাথে যাত্রা একজন আরেকজন কে ভাই বলে ডাকে । আর গান হারাম সেটা যে কারোরে হোক না কেন । কিন্তু তাই বলে কারো ব্যাপারে না জেনে ভুল তথ্য দেয়া এইটা কিন্তু অনেক বড় পাপ ।
  8. Avatar photo Sanjida Aktar Contributor says:
    অনেক সুন্দর পোস্ট
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Dhonnobad
  9. Avatar photo ʝɑʞɑʀɪɑ ɪʂʟɑm Contributor says:
    দারুন লিখেছেন ভালো পোস্ট

Leave a Reply