আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বারগন।

সকলে কেমন আছেন।

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।

বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফুড সার্ভিস হলো

“ফুড পান্ডা ”

মানুষ বর্তমানে বাড়িতে বসে খাবার অর্ডার করে ফুডপান্ডা এর মাধ্যমে।

এর ফলে মানুষকে কষ্ট করে বাইরে গিয়ে খাবার আনতে হয় না।

নির্দিষ্ট লোকেশনে খাবার চলে আসে 30 মিনিটের মধ্যে।

ফুডপান্ডা সব সময় তার গ্রাহককে আকৃষ্ট করার জন্য বিভিন্ন অফার প্রদান করে থাকে।

তেমনিভাবে এবার বিকাশের সাথে ফুডপান্ডা যৌথভাবে একটি অফার প্রদান করছে।

সকল নতুন পুরাতন গ্রাহক এই অফারটি গ্রহণ করতে পারবে।

ফুডপান্ডা অ্যাপ এবং ফুডপান্ডা ওয়েবসাইটের মাধ্যমে

ইফতার আইটেম অর্ডার করে ১০০% ক্যাশব্যাক পাওয়া যাবে

আগামী ৭, ১৫, ২১ ও ২৯ এপ্রিল ফুডপ্যান্ডা-তে পছন্দের খাবারের বিকাশ পেমেন্টে

• বিকেল ৪,০০টা থেকে ৪.৫৯টা পর্যন্ত প্রথম ১০০ জন গ্রাহক পাবেন ১০০% ক্যাশব্যাক বিকেল ৫.০০টা থেকে ৫.৫৯টা পর্যন্ত

.

প্রথম ১০০ গ্রাহক পাবেন ১০০% ক্যাশব্যাক

• ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য।

যদি কথা বলতে কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

3 thoughts on "বিকাশ থেকে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন!! সকলে পাবেন"

  1. Adnan Hossain Contributor says:
    বালএর পোস্ট। অথর হইয়া বলদের মতো পোস্ট দেয়
  2. Nishan khan Subscriber says:
    তাহলে কি আগে পে করতে হবে বিকাশ দিয়ে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Ji,,

Leave a Reply