আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুসাইনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।দেশের সব স্কুলে নতুন শপথ বাক্য পাঠ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর Trickbd এর সাথে থাকবেন।
♦আমার প্রস্তাবিত শপথবাক্য পাঠ ২০২২♦:
“বিসমিল্লাহির রাহমানির রাহিম।বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু,শেখ মুজিব,শেখ মুজিব,শেখ মুজিব এবং বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান।আমি বজ্রকন্ঠে শপথ করিতেছি যে হযরত শেখহাসিনা,হযরত শেখহাসিনা,হযরত শেখহাসিনা শেখহাসিনা,শেখহাসিনা,শেখহাসিনা।হে মহান সৃষ্টিকর্তা এই তেলবাজকে প্রমোশন দিন নৌকা,নৌকা,নৌকা,মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের চেতনা।”