হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন তাহলে শুরু করা যাক।
আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যারা ট্রিকবিডির রাইটার তারা কোন পোস্ট একবার পাবলিশ করার পর তা আর নিজে নিজে রিমুভ করতে পারেন না। কিন্তু অনেকসময় ভুল করে পোস্ট হয়ে গেলে সেটা ডিলিট করা যায় নাl আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাব যেটা ব্যবহার করি আপনারা আপনাদের পাবলিশ করা পোস্ট রিমুভ করতে পারবেন অর্খাৎ trash এ নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
এখানে আমি এই পোস্টটা ডিলিট করব l
প্রথমে একটি ব্রাউজারে আপনার ট্রিকবিডি অ্যাকাউন্টে লগ-ইন করে নিন।
এবার এই তিন লাইন তে ক্লিক করুন। পোস্ট এ ক্লিক করুন। অল পোস্টে ক্লিক করুন।
এবার আপনারা যে পোস্টটি ডিলিট করতে চান সেই পোষ্টের নিচে থাকা quick edit নামক অপশনে ক্লিক করুন।
এবার কি পাবলিশড অপশনে ক্লিক করে, পেন্ডিং অপশান চালু করে দিন।
সাবমিট অপশনএ ক্লিক করুন।
এবার এই ট্যাবটি কেটে দিন এবং আবার নতুন করে trickbd.com ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন l এখান থেকে আপনি যে পোস্টটি ডিলিট করতে চেয়েছিলেন, দেখুন ওই পোস্টের নিচে trash অপশন রয়েছে l
এই অপশনে ক্লিক করুন এবং আপনার কাছে যদি অনুমতি চায় তাহলে ওকে করে দিন l আপনার কাজ শেষ, পোস্টটি ডিলিট হয়ে গিয়েছে l
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে। নিত্যনতুন এরকম পোস্ট পেতে আমাকে সাপোর্ট করুন এবং দেখুন দয়া করে পোস্টটি নিচে একটি কমেন্ট করে জানান l
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।