Site icon Trickbd.com

টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই।

Unnamed

আসসালামু আলাইকুম।

 কেমন আছেন সবাই? 
 আশা করি সবাই ভালোই আছেন।
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. …………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

বর্তমানে বিনোদনমূলক সোশ্যাল সাইটগুলোর তালিকায় টিকটকের অবস্থান একদম প্রথম দিকে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। বিলিয়নের পর বিলিয়ন ডাউনলোড হওয়া এই অ্যাপটির হাজার হাজার ভিডিও ক্রিয়েটরের প্রতিনিয়ত আপলোড করতে থাকা নানান ধরনের ভিডিও আপনাকে এক মুহূর্তের জন্যও বোর হতে দেবে না।
কিন্তু, বিতর্ক যেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই টিকটকের পিছু কোনোভাবেই ছাড়ছে না। কিছুদিন পরপরই উল্লেখযোগ্য সব অভিযোগ হাজির হচ্ছে টিকটকের বিরুদ্ধে যেমন: আপত্তিকর ভিডিও, ইউজারদের তথ্য পাচার কিংবা ইউজারদের উপর চাইনিজদের গোয়েন্দাগিরি ইত্যাদি! এধরনের অভিযোগের পাশাপাশি নানান কারণের বেশ কিছু দেশে একাধিকবার টিকটক ইতোমধ্যে ব্যান করে দেয়া হয়েছে। সুতরাং, এই সামগ্রিক অবস্থায় অনেক টিকটক ইউজারই টিকটক ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছেন কিংবা মুছে দিতে চাচ্ছেন তাদের টিকটক অ্যাকাউন্ট। তাই, কিভাবে আপনি টিকটক অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন, রিমুভ না করেও সাময়িক দূরে থাকতে পারেন বা রিমুভ করলেও আরো নানান যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এ সবকিছু আজকের লেখায় আমি বর্ণনা করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক! 

ডাটা না হারিয়ে কিভাবে টিকটক পার্মানেন্টলি রিমুভ করা যায়

আমরা জেনে নেব সবটাই কিন্তু তার আগে খুব জরুরি যে
কয়েকটি বিষয় আমাদের না জানলেই নয়, চলুন সেগুলো জেনে
নেয়া যাক?

টিকটক ডিলেট করলে যা যা হবে

কোনো সোশ্যাল সাইটই তার কোনো ইউজারকে এমনি এমনি
যেতে দিতে চায় না, টিকটকও এর ব্যতিক্রম নয়। সুতরাং, এখান
থেকে সরে আসার আগে আপনার জেনে নেয়া উচিত যে এর
ফলে যা যা হবে:

আমি টিকটক থেকে কেবল সাময়িক বিরতি নিতে চাই

আপনি যদি পার্মানেন্টলি অ্যাকাউন্ট রিমুভ না করে কেবল সাময়িক একটি বিরতি নিতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে দিতে পারেন। যখন আপনি ডিলেট বাটন চাপবেন, টিকটক আপনার অ্যাকাউন্টটি ৩০ দিনের জন্য প্রথমে ডিএক্টিভেট করে রাখে। এই ৩০ দিন আপনার অ্যাকাউন্ট সবার কাছে অদৃশ্যমান
থাকবে, আপনি চাইলেই এর মধ্যে যেকোনো সময় পুনরায় সাইন ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। 

আপনার টিকটক ডাটা ডাউনলোড করে নিন

আপনি যদি টিকটক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার প্রথম সাজেশন থাকবে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করে রাখুন। এর মধ্যে আপনার পার্সোনাল প্রোফাইল, আপনার একটিভিটি, আপনার বিভিন্ন অ্যাপ সেটিংস ইত্যাদি অন্তর্ভুক্ত। ডাটা ডাউনলোড করা একদমই ঝামেলাবিহীন একটি কাজ। চলুন ধাপে ধাপে দেখ নিই কিভাবে করবেন কাজটি:

আপনার রিকুয়েস্ট করা টিকটক ডাটা রেডি হয়ে গেলে অ্যাপ আপনাকে এলার্ট করবে এবং তখন ঠিক এখানে ফিরে এসেই আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন।

মনে রাখবেন, ডাউনলোড ফাইল রেডি হবার চারদিনের মধ্যে টিকটক থেকে এটি নামিয়ে নেবেন, নাহয় টিকটক থেকে তা রিমুভ করে দেয়া হবে।

পার্মানেন্টলি ডিলেট করুন টিকটক

সব জানাশোনা শেষ। এবার খাস বাংলায় টিকটক পুরোপুরি মুছে দেয়ার উপায় জেনে নেয়া যাক!

  1. ১. টিকটকে প্রবেশ করুন এবং নিচের দিকে ডানে থাকা প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন।
  2. ২. স্ক্রিনের উপরেরদিকে থাকা থ্রি ডট মেন্যুতে যান।
  3. ৩. এরপর Manage my account এ ট্যাপ করুন।
  4. ৪. অতঃপর নিচেরদিকে থাকা Delete account অপশনে ট্যাপ করুন।
  5. ৫. এরপর আপনাকে ভ্যারিফাই করতে হবে যে আপনিই ডিলেট করতে চাইছেন, অন্য কেউ অসদুপায়ে ডিলেট করছে না।
  6. ৬. পরবর্তী পেইজে টিকটক অ্যাকাউন্ট ডিলেট সংশ্লিষ্ট সমস্ত তথ্য দেখাবে, সেগুলো পড়ে নিয়ে Delete account প্রেস করুন।
  7. ৭. পরিশেষে, আবারও Delete চেপে অ্যাকাউন্টের ডিলেট হয়ে যাওয়া নিশ্চিত করে দিন। 

টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই

আজকের লেখায় আমরা একদম সহজে কিভাবে টিকটক অ্যাকাউন্টের ডাটা এবং আপলোড করা ভিডিও না হারিয়ে অ্যাকাউন্টটি রিমুভ করা যায় সে সম্বন্ধে জানতে পারলাম।

এছাড়াও রিমুভ করলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তাও জেনে নিলাম, ফলে সাময়িকভাবে ডিয়েক্টিভেট করতে চাইলে আমরা সেটিও করতে পারি। 

আশা করছি আজকের আর্টিকেলটি টিকটক ইউজারদের জন্য হেল্পফুল হবে। টিকটক ডিলেট করা সম্পর্কিত যেকোনো মতামত জানাতে পারেন এই লেখার কমেন্টে, আর অন্যান্য ইউজারদেরকে টিকটক ডিলেটের উপায় সম্বলিত সহজ এই আর্টিকেলটি সম্বন্ধে জানাতে লেখাটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন; এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।

……..….………….…….…………………….……… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ধন্যবাদ।