Site icon Trickbd.com

আপনার Wapkiz সাইটের জন্য Trickbd.com Desktop Header কোড নিয়ে নিন!100% রিয়েল!

Unnamed

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি ট্রিকবিডির ডেকসটপ ভার্সনের হেডার কোড শেয়ার করবো।ধিরে ধিরে পুরো ডেকসটপ ভার্সনের কোড শেয়ার কবরো আর আমি শুধু ডেকসটপ ভার্সনের প্রথম পাতার পুরোই তৈরি করছি একটি ওয়াপকিজ সাইটে দেখে আসতে পারেন। Visit Now
তো আসল কথায় আসা যাক।

প্রথম wapkiz/wapaxo .com এ গিয়ে লগ ইন / সাইন আপ করবেন তারপর যদি সাইট তৈরি করা না থাকে তাহলে তৈরি করে নেবেন।এখন প্রথমে আপনার সাইটের Panel Mode এ যান।একটু নিচে এসে এরকম দেখবেন >

Header (edit) edit এ ক্লিক করুন নিচের মতো আসবে।

এখন উপরে যে পেজ লেখাটি দেখতে পারছেন সেখানে ক্লিক করে Html Tag Code সেলেক্ট করে পাসের Go তে ক্লিক করুন।


এখন নিচের মতো আসবে।


ওই ফাকা বক্সে নিচের কোডটি বসেয়ে দিন।
কোড :
   </p><br />
<div id="top"></div><br />
<header><br />
<div class="mid"><a href="#" class="menu_toggle"><i class="fa fa-bars"></i></a></p><br />
<div class="logo"><a href="/"><img src="https://trickbd.com/wp-content/themes/trickbd-theme/images/logo.png?v=2" alt="trickbd logo"></a></div><br />
<div class="search_login"><a href="#" class="m_search"><i class="fa fa-search"></i></a></div><br />
<p><a href="/site_login.html"><i class="fa fa-user"></i></a></div><br />
</header><br />
</div><br />
<p> 

কোড বসা শেষ হলে নিচের Oke তে ক্লিক করলে নিচের মতো আসবে।

এখন একদম উপরের View তে ক্লিক করলে হয়ে যাবে Trickbd এর মতো Desktop Header System হয় যাবে।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর টিরিকবিডির সাথে থাকবেন।
Exit mobile version