Site icon Trickbd.com

Tiktok থেকে যেকোনো Video Watermark ছাড়া ডাউনলোড করুন! তার সাথে 29 টি Telegram Wallpaper Download করার Channel এর লিংক!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?
আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

কিছু কথা শুরুতেই বলে নিই।

টিকটক এপ্লিকেশনটির কথা বর্তমান সময়ে জানে না এমন মানুষ বিশেষ করে বাংলাদেশে খুজে পাওয়া মুশকিল। যদিও অনেকেই এই এপ্লিকেশনটিকে ঘৃনার চোখে দেখে এবং যারা ব্যবহার করে তাদেরকে Cringe Lord থেকে অনেক কিছুই বলে মজা নেয়।

এতে আমার কোনো আপত্তি বা সমস্যা নেই। বাংলাদেশ, ভারতের মতো কিছু দেশগুলোতে বেশিরভাগই Cringe Content ই তৈরি হয় টিকটকে এটা প্রায় সবাই জানে। কিন্তু মজার নেওয়াই হোক আর যাই হোক এ দেশগুলোর মানুষ এই এপ্লিকেশনটির কন্টেন্ট দেখে অভ্যস্ত।

এই পোস্টে আমি কথা বলবো না বা বলতে চাই না কে খারাপ, কে ভালো, কার কি করা উচিত ইত্যাদি ইত্যাদি। কারন আমি কারো সাথে কোনো তর্কে জড়াতে চাই না। আমি যেমনটা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি।

টিকটকের মতো এপ্লিকেশনেও এখন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নিচ্ছে। যে যা ই বলুক, এপ্লিকেশনটি এতটা কম সময়ে এত জনপ্রিয় হবার পিছনে কারন অবশ্যই আছে। আমি সেসব কারনের দিকেও যাবো না।

দিনশেষে এসব নিয়ে কথা বললে আমার কোনো লাভ হবে না। আমার এই আর্টিকেলটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা টিকটক এপ্লিকেশনটি ব্যবহার করে তাদের যেন উপকারে আসে সে জন্য, এছাড়া আর কিছুই না।

এখন অনেকে কমেন্ট সেকশনে এসে আমাকে দু’কথা বলে দিলেও আমার তাতে কোনো কিছু যায় আসবে না। এসব কথা বলার একটাই কারন সবকিছুই আগে থেকে ক্লিয়ার করে দেওয়া যেন আমি পরে আবার বিদ্রুপের শিকার না হই।

যাই হোক, টিকটকেও অনেক Educational ও ভালো ভালো কন্টেন্ট আছে। কিন্তু বেশিরভাগ মানুষই সেসব কন্টেন্ট না দেখে Cringy Content ই দেখে তাই এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই।

এ কথা গুলো আমার মনের কথা নিজস্ব Personal Opinion বলা চলে। স্বাধীন দেশে এসে স্বাধীন কথা বললেও আশা করছি কারো কোনো আপত্তি নেই।

এবার চলে যাই আসল পোস্টে।

এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটক এর আসল ভিডিও কোনো Watermark ছাড়া Original Quality তে কিভাবে Telegram App টির সাহায্যে ডাউনলোড করতে পারবেন।

এবং তার সাথে কিভাবে Telegram এর সাহায্যে TikTok থেকে উক্ত ভিডিওটির Music টিও High Quality তে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন, শুরু করা যাক।

প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিকটকের অরিজিনাল ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো Watermark ছাড়া।

১) এর জন্যে আপনাকে Telegram App এ ঢুকে Search Bar এ এই বটটির নাম লিখে Search করতে হবে।

? BOT NAME : TT SAVE BOT

? BOT USERNAME : @ttsavebot

২)এবার বটটিকে /Start Command দিয়ে চালু করে নিন।

৩) এরপর আপনি টিকটক থেকে সে কাংখিত ভিডিওটির লিংক কপি করুন।

৪) সেই কপিকৃত লিংকটি এই বটকে Text Message এ গিয়ে সেটি Type করে পাঠিয়ে দিন।

৫) এবার বট আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটির Watermark ছাড়া এর Original Quality তে ডাউনলোড করার জন্যে ফাইলটি পাঠিয়ে দিবে।

নিচে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেওয়া হলোঃ

 

এবার আপনাদেরকে ২৯টি Telegram Stock Pictures + Wallpapers এর Channel এর Link দিয়ে দিচ্ছি যেখানে আপনারা প্রচুর পরিমানে Wallpapers পেয়ে যাবেন।

1) https://t.me/shutterstockpremium

2) https://t.me/PhPxs

3) https://t.me/shutterstockstore

4) https://t.me/pexels

5) https://t.me/wallpaperselection

6) https://t.me/lineuiwalls

7) https://t.me/freestockphotos

8) https://t.me/Shutter

9) https://t.me/lineuiwalls

10) https://t.me/bestwallpapes

11) https://t.me/iWallpaper

12) https://t.me/InspiringImages

13) https://t.me/ideasforhome

14) https://t.me/WallpapersGram

15) https://t.me/Justdecor

16) https://t.me/carsoftheworld

17) https://t.me/PhotographyPassion

18) https://t.me/crazyart

19) https://t.me/artplanet

20) https://t.me/pictures_land

21) https://t.me/Architecture_World

22) https://t.me/darkspace

23) https://t.me/artsstyle

24) https://t.me/fotosgram

25) https://t.me/travelpics

26) https://t.me/naturus

27) https://t.me/wonderful_globe

28) https://t.me/Planet_Earth

29) https://t.me/BestTravelPhotography

 

আশা করছি পোস্টটি কারো না কারো কাজে দিবে। উপরের Wallpaper এর Link গুলো আমার নিজের Collect করা। Link গুলো Collect করতে একটু হলেও কষ্ট হয়েছে কারন যেগুলোতে আসলেই বেশি পরিমানের Wallpaper আছে সেগুলোই বেছে বেছে লিস্টে এড করেছি।

তাই আশা করছি আপনাদের কাজে আসবে। যদি উপকার পেয়ে থাকেন তবে অবশ্যই জানাবেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

Exit mobile version