আসসালামুয়ালাইকুম।
আশা করি সকলেই অনেক ভালো আছেন । আর সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারক।
———মূল পোস্ট——–
একটা অনুষ্ঠানে গেলাম, একটা গান বাজছে খুবই ভালো লাগলো । টিকটকের একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো লেগেছে । ইঊটিউবের একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা দোকানে বাজছে, আমার প্রচন্ড পছন্দ হলো । কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও গানটি (গুলো) খুজে পেলাম না।
উপরের ঘটনা কারো সাথে ঘটেনি এমন লোক পাওয়া আজ মুশকিল । আমি চাই না যে আমি যে সমস্যায় পড়েছি আমার প্রিয় ট্রিকবিডি পরিবারের কোন মেম্বার সেটা ফেস করুক।
তাই আমি অনেকভাবে খুজে খুজে আমার প্রিয় গানগুলি খুজে একটি ইউটিউব প্লেলিস্ট তৈরি করেছি।
প্লেলিস্ট টা আমি পাব্লিক করে দিয়েছি।
আপনারা ইউটিউবে গিয়ে ( Music_col_mahmud ) লিখে সার্চ দিলে প্লেলিস্ট পেয়ে যাবেন। প্লেলিস্ট টি আপনিও অ্যাড করে রাখতে পারেন । আমি রেগুলার প্লেলিস্ট টি আপডেট করি। আর আমি আপনাদের সাথে প্লেলিস্ট এর collaborate লিঙ্কটি শেয়ার করতে চাই, ( এর মাধ্যমে আপনি আপনার ফেভারিট গানটি যোগ করতে পারবেন ) যাদের লাগবে বলতে পারেন।
Direct link : https://cutt/ly/nGF1vPv
===== যেভাবে প্লেলিস্ট অ্যাড করবেন =====
লিঙ্ক এ ক্লিক করার পর
এখানে ক্লিক করে অ্যাড করে নিবেন ।
===== That’s it. =====
যেহেতু ইউটিউব অনলাইন প্লাটফর্ম তাই আপনারা গানগুলি ডাউনলোড করে রাখতে পারেন । কিছু ভিডিও ইউটিউবে ডাউনলোড করা যায় না ।
আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন ।
আর যারা পারেন না তারা নিচের অংশ পড়তে পারেন ।
========== ডাউনলোড পদ্ধতি START ==========
====== Android ======
প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন ।
link : https://cutt.ly/snaptubevip
ডাউনলোড করে ইন্সটল করে নিন । ইন্সটল করে রেখে দিন অ্যাপ এ আর কিছুই করা লাগবে না ।
এবার যে গানটি ডাউনলোড করতে চান সেই গানটি তে চলে যান । ( ইউটিউব অ্যাপ এ )
শেয়ার এ ক্লিক করে দিন।
এরপর এমন আসার কথা
আপনার পছন্দসই কোয়ালিটি সিলেক্ট করে দিন । এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে।
বি দ্রঃ আমার আগে থেকে অ্যাপ টি ডাউনলোড করা আছে এজন্য সরাসরি ডাউনলোড হচ্ছে, কিন্তু আপনার বেলায় first time ডাউনলোড না হয়ে কিছু পারমিশন চাইতে পারে সব এলাও করে দিবেন । তারপর শেয়ার বাটন এর প্রসেস আবার ট্রাই করবেন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে ।
===== That’s it. =====
===== PC =====
প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন।
link : https://cutt.ly/4kvip
ডাউনলোড করা zip file টি extract করে নিন।
password: 123
installer file টি normally ইন্সটল করে নিন।
next next …
patch ফাইল টি extract করে ৬৪ বা ৩২ run করুন
patch বাটন এ ক্লিক করুন
এবার সবকিছু ক্লোজ করে দিন।
start menu তে এবার অ্যাপ টি দেখতে পাবেন এটি run করুন।
Open হতে একটু সময় নিতে পারে, ওয়েট করবেন।
এরপর যে গানটি ডাউনলোড করতে চান সেটি প্লে করুন।
Address bar থেকে লিঙ্কটি কপি করে নিন।
এবার 4k Video Downloader app এ গিয়ে প্লাস আইকন ( psate link ) এ ক্লিক করুন।
এবার Download Playlist অথবা Download Clip এ ক্লিক করুন ।
Download Playlist = পুরো প্লেলিস্ট ( কয়েক GB )
Download Clip = শুধুমাত্র একটি ভিডিও
আমি একটিমাত্র ভিডিও ডাউনলোড করব তাই Download Clip এ ক্লিক করলাম।
এবার কোয়ালিটি ও সাবটাইটেল সিলেক্ট করে দিয়ে Download বাটনে ক্লিক করুন।
ডাউনলোড শুরু হয়ে গেছে।
অনেককে দেখেছি ডাউনলোড হওয়ার পর ফাইল খুজে পায় না।
ফাইল টি যেখানে পাবেন।
My PC তে ক্লিক করে explorer ওপেন করে বাম পাশে Videos এ ক্লিক করলে 4K Video Downloader ফোল্ডার টি দেখতে পাবেন । এই ফোল্ডারে ভিডিও ডাউনলোড হবে।
===== That’s it. =====
বি দ্রঃ PC ইউজার রা সাধারনত advanced ইউজার হয়ে থাকেন তাই এক্কেবারে step by step দেখালাম না ।
========== ডাউনলোড পদ্ধতি END ==========
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
কারো কোন প্রব্লেম হলে কমেন্ট করুন। যত তারাতারি সম্ভব রিপ্লাই দিব ইনশাআল্লাহ্ ।
———- END OF MESSAGE ———-
আমি তো কোন Click-to-Earn লিঙ্ক ( cutt>ly ) দিই নাই।
আমার এই গানের এতটুকু মনে আছে আর মনে না-ই
ভালোবাসবো তোমায় আমি জনম ও জনম
বুকটা আমার খুব যে নরম নরম
ভালবাসাতে থাকেনা লাজ সরম
এটা ট্রিকবিডিতে আমার প্রথম পোস্ট।
SORRY for my mistakes.